বরিশালে কোচিং সেন্টার বন্ধে অভিযান - দৈনিকশিক্ষা

বরিশালে কোচিং সেন্টার বন্ধে অভিযান

বরিশাল প্রতিনিধি |

বরিশালে কোচিং সেন্টারগুলোতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। তবে যে কোচিং সেন্টারগুলো কার্যক্রম চালাচ্ছিল প্রথমদিন হওয়ায় তাদের শুধু সতর্ক করা হয়েছে।  রোববার (২৭ জানুয়ারি)বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে  নগরীর বগুড়া রোড এলাকার বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। 

৫টি কোচিং সেন্টারের মধ্যে ৩টি খোলা পাওয়া যায়। এবং সেখানে পাঠদান চলছিল। এসময় ভ্রাম্যমান আদালত কোচিং সেন্টার গুলোকে সতর্ক  করেন এবং সরকারের নির্দেশ মেনে চলার কথা বলেন। নির্দেশ উপেক্ষা করলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলা হয়।

অভিযান চলাকালে সামনের দরজা আটকে ভেতরে কোচিং কার্যক্রম, আবার কোথাও মেডিকেল কোচিংয়ের নামে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের কোচিং করানোর সময় হাতেনাতে ধরে ফেলেন ভ্রাম্যমাণ আদালত। প্রথম দিনের অভিযানে সবগুলো কোচিং সেন্টার কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়ে আগামী ১ মাস কোচিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিভাবকদেরও আগামী ১ মাস তাদের সন্তানদের কোচিং সেন্টারে না নিয়ে যাওয়ার অনুরোধ করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। 

এদিকে অনেকেরই ধারণা, এসএসসি পরীক্ষার কারণে শুধুমাত্র এসএসসি পর্যায়ের কোচিং বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। তবে এ বিষয়ে বিভ্রান্তি দূর করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী জানান, সরকারি ঘোষণায় নির্দিস্ট কোন কোচিং সেন্টার নয়, সকল কোচিং সেন্টার একমাস বন্ধের নির্দেশনা রয়েছে। তিনি জানান, আগামী ১ মাস সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে এবং এই নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে আজ ২৭ জানুয়ারী থেকে আগামী এক মাস কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এই নির্দেশনা সফল করতে নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা প্রশাসন।

সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ - dainik shiksha শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ please click here to view dainikshiksha website Execution time: 0.0036120414733887