বাউফলে সাবেক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি | বিবিধ নিউজ

বাউফলে সাবেক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি

পটুয়াখালীর বাউফলের জাফরাবাদ গ্রামে শাহজাহান আকন নামে সাবেক এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৯ জুন) মধ্যরাতে ঘটে এ ঘটনা।

পটুয়াখালীর বাউফলের জাফরাবাদ গ্রামে শাহজাহান আকন নামে সাবেক এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৯ জুন) মধ্যরাতে ঘটে এ ঘটনা।

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

ভুক্তভোগী জানান, মুখোশধারী ৫-৬ জনের সংঘবদ্ধ ডাকাত দল কৌশলে বতসঘরে প্রবেশ করে। প্রথমে শাহজাহান আকনের হাত-পা বেঁধে ও মারধর করে অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে। পরে নগদ ২ লক্ষাধিক টাকাসহ সাত ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ৪টি মোবাইল সেট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। পাশে আর কোন ঘরবাড়ি না থাকার সুযোগে মুখোশধারী দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায় জানিয়েছেন ভুক্তভোগী পুলিশের হাবিলদার (অব:) শাহজাহান। 

এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন বাউফল থানার ওসি আল মামুন।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন