বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফল ও চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত পরীক্ষায় ২২ হাজার ২৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে বিভিন্ন গ্রেড নিয়ে পাস করেছেন ১৪ হাজার ৬০৮ জন। এসএসসি চূড়ান্ত পরীক্ষায় পাশের ৬৫ দশমিক ৫৯ শতাংশ।
রোববার বাউবির এ তথ্য ও গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. আব্দুল হাই (বাবু) দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, এবার বাউবির এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় মোট ৪৭ হাজার ৮০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ১৪ হাজার ৬০৮ জন শিক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৩ জন ছাত্র এবং ৫ হাজার ৬০৫ জন ছাত্রী । ১ম বর্ষের ২৫ হাজার ৫৩১ জন শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, চূড়ান্ত ফল বাউবির ওয়েবসাইট (www.bou.ac.bd) থেকে আর প্রথম ও দ্বিতীয় বর্ষের ফল বাউবির পরীক্ষা বিষয়ক ওয়েবসাইটে (exam.bou.ac.bd) পাওয়া যাবে।