বাকৃবির দেওয়ালে মেসি-নেইমারের ছবি আঁকলেন শিক্ষার্থীরা - দৈনিকশিক্ষা

বাকৃবির দেওয়ালে মেসি-নেইমারের ছবি আঁকলেন শিক্ষার্থীরা

ময়মনসিংহ প্রতিনিধি |

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফজলুল হক হলের দুই শিক্ষার্থী দেওয়ালে এঁকেছেন ফুটবলের কিংবদন্তি আর্জেন্টিনার লিওনেল মেসি ও ব্রাজিলের নেইমারের প্রতিকৃতি। এতে প্রশংসায় ভাসছেন তারা।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের দেওয়ালজুড়ে মেসি-নেইমারের ছবি। পাশেই রয়েছে দুই দেশের পতাকা। ১০ ফুট উচ্চতার দেওয়ালগ্রাফিটি কালো, সাদা, আকাশী নীলের সঙ্গে হলুদ ও লাল রঙের ছোঁয়ায় ফুটিয়ে তোলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান দুদিনে সম্পূর্ণ ছবিটি এঁকেছেন।

নেইমারের প্রতিকৃতিটি উচ্চতায় ৫ ফিট ৬ ইঞ্চি। সাদা, কালো, নীল, হলুদ, লাল রঙের মিশ্রণে নেইমারের প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন কৃষি প্রকৌশল অনুষদের শিক্ষার্থী মেহেদী হাসান রিদম। সহায়তা করেছেন একই অনুষদের কিরণ মাহমুদ। প্রতিকৃতি অঙ্কনে সময় লেগেছে প্রায় ১৫ ঘণ্টা। 

ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই হলে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের সমর্থক বেশি। দুই দলের সমর্থকরাই খেলার সময় কমনরুমে একসঙ্গে খেলা দেখেন। কমনরুমে দেওয়ালে মেসির প্রতিকৃতি অঙ্কন করেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমরান বিন ইউনুস ও নেইমারের প্রতিকৃতি অঙ্কন করেছেন কৃষি প্রকৌশল অনুষদের শিক্ষার্থী মেহেদী হাসান রিদম।

একই হলের শিক্ষার্থী ব্রাজিলের সমর্থক আনোয়ার কবির সিফাত বলেন, এ হলে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক বেশি। হলে উঠার আগে বাড়িতে খেলা দেখতাম। তবে এখানে ওঠার পর সিনিয়রদের সঙ্গে খেলা দেখি। নেইমার আমার পছন্দের ফুটবলার। আমরা আশাবাদী এবার ব্রাজিল বিশ্বকাপ জিতবে।

ওই হলের আর্জেন্টিনার সমর্থক মো. দেলোয়ার হোসেন বলেন, হলে আসার পর এটাই আমার প্রথম ফুটবল বিশ্বকাপ। খেলার সময় সিনিয়র জুনিয়র সবাই আনন্দ করে খেলা দেখি। এটাই আমার পছন্দের ফুটবলার মেসির শেষ বিশ্বকাপ। আমাদের প্রত্যাশা আর্জেন্টিনা এবার চ্যাম্পিয়ন হবে।

এ বিষয়ে ইমরান বিন ইউনুস বলেন, মেসি একটা আবেগের নাম, আর সেই মেসির ছবির গ্রাফিতি তৈরি করেছি। শেষ হওয়ার পর দেখে মনে হলো পরিশ্রম সার্থক হলো। সব পরিশ্রমের কথা ভুলে গেলাম।

নেইমারের প্রতিকৃতি অঙ্কন করেছেন মেহেদী হাসান রিদম। তিনি বলেন, ছোট থেকেই গ্রাফিতির প্রতি আগ্রহ ছিল। তবে তেমনভাবে কোনো সময়ই ছবি আঁকা হয়নি। এবার বিশ্বকাপে সবাই তার পছন্দের দলের জন্য কেউ পতাকা।

স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? - dainik shiksha শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ - dainik shiksha অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে - dainik shiksha সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0039968490600586