বাগেরহাটে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন | সমিতি সংবাদ নিউজ

বাগেরহাটে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

বেতনের ১০ শতাংশ অবসর সুবিধা বোর্ড ও কল্যান ট্রাস্ট এর জন্য কর্তনের আদেশের প্রতিবাদে বাগেরহাটে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে বাগেরহাট সদর উপজেলা শিক্ষক সমিতির ব্যানারে উপজেলা পরিষদ চত্তরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেতনের ১০ শতাংশ অবসর সুবিধা বোর্ড ও কল্যান ট্রাস্ট এর জন্য কর্তনের আদেশের প্রতিবাদে বাগেরহাটে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে বাগেরহাট সদর উপজেলা শিক্ষক সমিতির ব্যানারে উপজেলা পরিষদ চত্তরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বাগেরহাটে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির সাধারন সম্পাদক মুকুন্দ কুমার দাস, সদর উপজেলা শাখার সভাপতি শেখ হুমায়ুন কবির, সাধারন সম্পাদক হরিচাদ বিশ্বাস, শিক্ষক নেতা তামজিত হোসেন, শেখ ইলিয়াস হোসেন, সুশীল কুমার বিশ্বাস, ঝিমি মন্ডল, শহীদুল আলম, শেখ শামীম হোসেন,অরুণ কুমার বিশ্বাস, সুমন কৃষ্ণ দাস, জয়দেব দাস প্রমুখ।

বক্তারা বলেন, গত ১৫ এপ্রিল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশসহ মোট ১০শতাংশ কর্তনের জন্য মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে লিখিত আদেশ প্রদান করেন। এই আদেশের ফলে সারা দেশের শিক্ষক-কর্মচারীরা ক্ষুদ্ধ হয়েছে। 

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতারা।