বাদাঘাট রহমানীয় আওয়ামী দাখিল মাদরাসায় নিয়োগ বিজ্ঞপ্তি | চাকরির খবর নিউজ

বাদাঘাট রহমানীয় আওয়ামী দাখিল মাদরাসায় নিয়োগ বিজ্ঞপ্তি

বাদাঘাট রহমানীয় আওয়ামী দাখিল মাদরাসায় শূন্যপদে সর্বশেষ নিয়োগ বিধি মোতাবেক ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০) পর্যন্ত সংশোধিত ও পরিমার্জন অনুযায়ী জনবল নিয়োগ দেওয়া হবে।

বাদাঘাট রহমানীয় আওয়ামী দাখিল মাদরাসায় শূন্যপদে সর্বশেষ নিয়োগ বিধি মোতাবেক ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০) পর্যন্ত সংশোধিত ও পরিমার্জন অনুযায়ী জনবল নিয়োগ দেওয়া হবে।

যা যা প্রয়োজন:

প্রতিষ্ঠানের নাম : বাদাঘাট রহমানীয় আওয়ামী দাখিল মাদরাসা

পদের বিবরণ :

১। সহকারী সুপারিনটেনডেন্ট - ১ জন

২। ইবতেদায়ি প্রধান - ১ একজন

৩। নিরাপত্তাকর্মী - ১ একজন

চাকরির ধরন : ফুল টাইম 

আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীগণকে  সহকারী সুপারিনটেনডেন্ট ও ইবতেদায়ি প্রধান ১০০০ টাকা ও নিরাপত্তাকর্মী পদে ৭০০ টাকার (অফেরতযোগ্য) পোস্টাল অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সুপারিনটেনডেন্ট বরাবর আবেদন করতে হবে। 
পূর্বের আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনের শেষ সময়: বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে আবেদন করতে হবে। 

যোগাযোগ : সুপারিনটেনডেন্ট, বাদাঘাট রহমানীয় আওয়ামী দাখিল মাদরাসা, ডাকঘর: বাদাঘাট বাজার, উপজেলা: তাহিরপুর, জেলা: সুনামগঞ্জ।

মোবাইল :01726925552