বান্দরবানে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন | স্কুল নিউজ

বান্দরবানে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

অবৈধ প্রধান শিক্ষক ‘ব্রাদার আলবার্ট রত্নের’ অপসারণসহ এমপিওভুক্ত ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার সমাধান এবং স্বাভাবিক পরিবেশ ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে শহরের প্রেস ক্লাব চত্বরে ‘ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এই

অবৈধ প্রধান শিক্ষক ‘ব্রাদার আলবার্ট রত্নের’ অপসারণসহ এমপিওভুক্ত ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার সমাধান এবং স্বাভাবিক পরিবেশ ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে শহরের প্রেস ক্লাব চত্বরে ‘ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বান্দরবানে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

এর আগে ডনবস্কো উচ্চ বিদ্যালয়ে মানববন্ধনে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে চত্বরে এসে শেষ হয়। এসময় প্ল্যাকার্ড ও হাতে ব্যানার নিয়ে প্রায় শতাধিক ছাত্রছাত্রীরা এই কর্মসূচিতে অংশ নেন। বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, একটি প্রতিষ্ঠানে দীর্ঘ বছর ধরে দুইজন প্রধান শিক্ষকের মধ্যে একজন রুপন কুমার দে আরেকজন ব্রাদার আলবার্ট রত্নেরও দায়িত্ব থাকার কারণে দাপ্তরিক কাজসহ বিভিন্ন ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হয়ে আসছে। চলতি বছরে প্রতিষ্ঠানে কোনো বার্ষিক ক্রীড়া ও শিক্ষা সফর হচ্ছে না।

তাছাড়া ইউনিক আইডি করাতে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ১০০ টাকা নেয়া হলেও তা এখনো কার্যকর হয়নি। শিক্ষার্থীরা আরো বলেন, প্রায় ৮ মাস ধরে শিক্ষক-শিক্ষিকা অফিসে কার্যক্রম নিয়মিত থাকলেও তারা নিয়মিত বেতন পাচ্ছেন না। শিক্ষক সংকটও রয়েছে।

এভাবে চলতে থাকলে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির সুনাম ও লেখাপড়া বিঘ্ন ঘটতে পারে। দ্রুত বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।