বাবা হারালেন ক্রিকেটার রুবেল হোসেন - দৈনিকশিক্ষা

বাবা হারালেন ক্রিকেটার রুবেল হোসেন

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেনের বাবা সিদ্দিকুর রহমান মুন্সী মারা গেছেন। বাবার মৃত্যুর খবর জানিয়ে রুবেল হোসেন ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বাগেরহাটের বাসাবাটি এলাকায় নিজ বাড়িতে মারা যান রুবেলের বাবা। এরপরে সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি জানান, ‘আমার বাবা আর নেই … সবাই আমার বাবার জন্য দোয়া কইরেন।’

জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন রুবেলের বাবা। গত জুন মাসে এক পোস্টের মাধ্যমে রুবেল জানিয়েছিলেন, ‘আমার ক্রিকেটার রুবেল হোসেন হবার পিছনে যে মানুষটা আমার জীবনে সুপার-হিরোর মতো আমার মাথার ওপর হাত রেখে শক্ত পিলার হয়ে পাশে আছেন, তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবার শরীরের বাম অংশটা এক বছরেরও বেশি যাবত প্যারালাইসিস হয়ে অবশ হয়ে আছে।’

ফেসবুকের ওই পোস্টে বাবার জন্য দোয়াও চেয়েছিলেন বাংলাদেশি এই ক্রিকেটার। রুবেল লিখেছিলেন, 

তবে শেষ পর্যন্ত বাস্তবতার কাছে হার মানতে হয়েছে এই পেসারকে। আসর নামজের পরে শহরের রুপা চৌধুরী পৌর পার্কে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রুবেলের বড় ভাই কবির হোসেন। তিনি বলেন, ‘এক বছর আগে বাবা স্ট্রোক করেছিলেন। তারপরে কিছুটা সুস্থ হন। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বাবা। এরপরে রোববার সকালে মারা যান।’

 ক্যারিয়ারের খারাপ সময়ে বাবাকে হারালেন তিনি। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন রুবেল। জাতীয় দলের হয়ে ২০২১ খ্রিষ্টাব্দের নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। আর একই বছরের এপ্রিলে খেলেন সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ। এরপরে আর জাতীয় দলের জার্সিতে তার মাঠে নামা হয়নি।

২০০৯ খ্রিষ্টাব্দে বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের পর ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রুবেল হোসেন। ২০২২ খ্রিষ্টাব্দে তিনি টেস্ট থেকে অবসর নেন। সাদা পোশাকে রুবেল পেয়েছেন ৩৬ উইকেট। এছাড়া ওয়ানডেতে ১২৯ এবং টি-টোয়েন্টিতে তার শিকার ২৮টি উইকেট। 

জাবিতে শিক্ষক নিয়োগে বিধি লঙ্ঘন, ডাউনগ্রেডের আবেদন - dainik shiksha জাবিতে শিক্ষক নিয়োগে বিধি লঙ্ঘন, ডাউনগ্রেডের আবেদন নার্সিং লাইসেন্সিং পরীক্ষায় ৮০ ভাগই ফেল - dainik shiksha নার্সিং লাইসেন্সিং পরীক্ষায় ৮০ ভাগই ফেল নতুন শিক্ষকদের এমপিওভুক্তি নিয়ে যে নির্দেশনা দিলো মাদরাসা শিক্ষা অধিদপ্তর - dainik shiksha নতুন শিক্ষকদের এমপিওভুক্তি নিয়ে যে নির্দেশনা দিলো মাদরাসা শিক্ষা অধিদপ্তর স্কুল-কলেজ শিক্ষকদের সেপ্টেম্বর মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের সেপ্টেম্বর মাসের এমপিওর চেক ছাড় কর্মবিরতিতে শিক্ষা ক্যাডাররা বললেন, দাবি পূরণ না হলে সর্বাত্মক কর্মসূচি - dainik shiksha কর্মবিরতিতে শিক্ষা ক্যাডাররা বললেন, দাবি পূরণ না হলে সর্বাত্মক কর্মসূচি শিশুর সুশিক্ষা নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছি : প্রধানমন্ত্রী - dainik shiksha শিশুর সুশিক্ষা নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছি : প্রধানমন্ত্রী পিতৃত্বকালীন ছুটি চালু করলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় - dainik shiksha পিতৃত্বকালীন ছুটি চালু করলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ইংরেজি মাধ্যমে শিক্ষা ব্যয় আধিক্যের যৌক্তিকতা - dainik shiksha ইংরেজি মাধ্যমে শিক্ষা ব্যয় আধিক্যের যৌক্তিকতা please click here to view dainikshiksha website Execution time: 0.0041239261627197