বারিধারা মাদরাসা থেকে মনির হোসাইন ও হাবীবুল্লাহ মাহমুদকে অব্যাহতি - দৈনিকশিক্ষা

বারিধারা মাদরাসা থেকে মনির হোসাইন ও হাবীবুল্লাহ মাহমুদকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক |

রাজধানী ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিম মনির হোসাইন কাসেমী ও মুহাদ্দিস হাবীবুল্লাহ মাহমুদ কাসেমীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বর্তমান নায়েবে মুহতামিম মাসউদ আহমদ ওই দুটি শূন্য পদে তার বর্তমান দায়িত্বের অতিরিক্ত ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রতিষ্ঠানটির মজলিসে শুরার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (৯ জুন) বারিধারা মাদরাসা সূত্রে এ তথ্য জানা গেছে।

মনির হোসাইন কাসেমী ও হাবীবুল্লাহ মাহমুদ। ছবি : সংগৃহীত

জানা যায়, সোমবার (৭ জুন) মাদানি সোসাইটি বাংলাদেশের পরিচালনা কমিটির সভাপতি বদিউর রহমানের সভাপতিত্বে বাদ আছর মাদরাসা কার্যালয়ে শুরা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে বারিধারা মাদরাসার বর্তমান মুহতামিম মনির হোসাইন কাসেমী ও মুহাদ্দিস হাবিবুল্লাহ মাহমুদ কাসেমীকে প্রতিষ্ঠানটির সব পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়।

এ সিদ্ধান্ত প্রসঙ্গে মজলিসে শুরার রেজুলেশনে উল্লেখ করা হয়—‘জামিয়ার মুহতামিম মনির হোসাইন কাসেমী সাম্প্রতিককালে বিভিন্ন অনুষ্ঠানে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, হেফাজতে ইসলাম ইস্যুতে বিতর্কিত হয়ে যাওয়া এবং বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামি হয়ে কারাবন্দি থাকায় মজলিসে শুরা কর্তৃক সর্বসম্মতিক্রমে জামিয়ার মুহতামিম পদসহ অন্যান্য সকল পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হলো।’

হাবীবুল্লাহ মাহমুদ কাসেমীকে অব্যাহতিদানের কারণ প্রসঙ্গে রেজুলেশনে উল্লেখ করা হয়, ‘তিনি সাম্প্রতিককালে বিভিন্ন বিতর্কিত বক্তব্য প্রদান করেছেন। বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি হয়ে কারাবন্দি হওয়ায় মজলিসে শুরা কর্তৃক সর্বসম্মতিক্রমে তাকেও স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।’

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন

এ প্রসঙ্গে শুরা কমিটির অন্যতম সদস্য ও বারিধারা মাদরাসার শিক্ষা সচিব মকবুল হোসাইন কাসেমী  বলেন, ‘তারা দুই জন এমন কিছু রাজনৈতিক বক্তব্য ও কাজের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলেছেন, যাতে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও নিরাপত্তা এবং প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রাখতে শুরা কমিটিকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।’

তিনি জানান, বৈঠকে মুহতামিমের শূন্য পদে বারিধারা মাদরাসার বর্তমান নায়েবে মুহতামিম মাসউদ আহমদকে তার বর্তমান দায়িত্বের অতিরিক্ত ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্ব পালন করতে বলা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব শিক্ষা সচিব মকবুল হোসাইন কাসেমী ও নায়েবে মুহতামিম মাসউদ আহমদের যৌথ সইয়ে পরিচালনার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, জামিয়া মাদানিয়া বারিধারার প্রতিষ্ঠাতা পরিচালক ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী গত বছরের ১৩ ডিসেম্বর মারা যান। তার মৃত্যুর পর থেকে প্রতিষ্ঠানটির প্রশাসনিক স্তরে অস্থিরতা বিরাজ করছে।

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0035271644592285