বাস্তবতা মেনে নিতে পারছে না এমন তরুণরাই জঙ্গিবাদে জড়াচ্ছে : মনিরুল ইসলাম - দৈনিকশিক্ষা

বাস্তবতা মেনে নিতে পারছে না এমন তরুণরাই জঙ্গিবাদে জড়াচ্ছে : মনিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক |

জীবনের বাস্তবতা মেনে নিতে পারছেন না এবং সিদ্ধান্তহীনতায় ভুগছেন এমন তরুণরাই নতুন করে জঙ্গিবাদে জড়াচ্ছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স-ন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম। শনিবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে রাজধানীর মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে ‘ঢাকা পিস টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম এ কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, ‘যেসব তরুণদের ভেতরে দেশপ্রেম নাই, মানুষের প্রতি দায়িত্ববোধ নাই, যার ভেতরে টলারেন্স নাই, মতাদর্শিক জায়গায় যে খুবই দুর্বল, জীবনের বাস্তবতা যারা মেনে নিতে পারছে না, ডিসিশন নিতে পাচ্ছে না এবং শর্টকাট পথ খুঁজছে সে ধরনের পলায়নপর তরুণরাই র‍্যাডিক্যালাইজড হচ্ছে।’

নতুন করে কেউ জঙ্গিবাদে জড়াচ্ছে কি না, এমন প্রশ্নে মনিরুল ইসলাম বলেন, ‘কেউ কেউ আগে থেকে ছিল। কেউ আবার নতুন করে জড়াচ্ছে। বর্তমানে জঙ্গিবাদের রিক্রুটমেন্টের সঙ্গে যারা জড়িত, তারা ইন্টারনেটে লুকরেটিভ (লোভনীয়) প্যাকেজ দিচ্ছে। যাদের ভেতরে অ্যান্টিবডি কম তাদের টার্গেট করে নতুন করে জঙ্গিবাদে জড়ানো হচ্ছে।’

সেন্টার ফর অ্যাডভোকেসি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের (সিসার্ফ) আয়োজনে ‘ঢাকা পিস টক’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জঙ্গিবাদ প্রতিরোধে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে আজ যাত্রা শুরু করে। সমাজের নানা ধরনের মানুষের সমন্বয়ে সহিংসতা প্রতিরোধে কী করণীয়, তা নিয়ে চিন্তা করে কাজ করবে বলে জানান সিসার্ফের প্রধান নির্বাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শবনম আজিম।

অনুষ্ঠানে শবনম আজিম বলেন, ‘বৈশ্বিকভাবে মতাদর্শিক সহিংসার নানা মাত্রা ও রূপ আছে। শুধু যে ধর্মীয় উন্মাদনার কারণেই সহিংস উগ্রবাদের ঘটনা ঘটছে তা কিন্তু নয়। নানা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য ও বঞ্চনাও এর জন্য দায়ী। তবে সব কাজ আমরা করতে পারব না। এটা বিশাল কাজ। সমাজের সবাইকে তার নিজ নিজ স্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।’ 

নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0037050247192383