বিএড কোর্সে ভর্তি হতে পারেন যেসব কলেজে | কলেজ নিউজ

বিএড কোর্সে ভর্তি হতে পারেন যেসব কলেজে

মহামারি করোনা ভাইরাসের কবলে বিধ্বস্ত শিক্ষা ব্যবস্থা। গত মার্চ মাস থেকে স্কুল-কলেজ বন্ধ। শিক্ষার্থীরা সবাই যখন গৃহবন্দী তখন বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে ২৩ কলেজের শিক্ষার্থীরা বিএড কোর্স সম্পন্ন করেছে। শিক্ষায় নতুন ডিজিটাল প্রযুক্তি সংযোজন করে ক্

মহামারি করোনা ভাইরাসের কবলে বিধ্বস্ত শিক্ষা ব্যবস্থা। গত মার্চ মাস থেকে স্কুল-কলেজ বন্ধ। শিক্ষার্থীরা সবাই যখন গৃহবন্দী তখন বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে ২৩ কলেজের শিক্ষার্থীরা বিএড কোর্স সম্পন্ন করেছে। শিক্ষায় নতুন ডিজিটাল প্রযুক্তি সংযোজন করে ক্লাসের আয়োজন করে এ অ্যাসোসিয়েশন। এসব ক্লাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের সাবেক পরিচালক অধ্যাপিকা হোসনে আরা বেগম অংশ নিচ্ছেন। এছাড়াও অ্যাসোসিয়েশনভুক্ত কলেজের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ক্লাস পরিচালনা করছেন।

এদিকে খুব শিগগির জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২০ শিক্ষাবর্ষের বিএড পরীক্ষার উদ্যোগ নিতে যাচ্ছে। এবছর দুই সেমিস্টার পরীক্ষা এক সঙ্গে হবে বলে জানিয়েছেন ডিন অধ্যাপক আনোয়ার হোসেন। এর পাশাপাশি ২০২১ শিক্ষাবর্ষে বিএড কোর্সে  ভর্তির ঘোষণাও আসতে পারে।

অনেক শিক্ষার্থী যারা শিক্ষক হিসেবে ইতোমধ্যে এমপিওভুক্ত হয়েছেন তারা বিএড কোর্সে ভর্তির প্রস্তুতি নিয়েছেন। অনেক শিক্ষার্থী চিন্তায় থাকেন কোন কলেজ থেকে বিএড অর্জন করলে নির্বিঘ্নে উচ্চতর স্কেল পাওয়া যাবে। তাদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের একটি সিদ্ধান্তে বলা হয়, হাইকোর্টের একটি রিট মামলার আপিল এবং  কনটেম্প্ট পিটিশনের রায়ের নির্দেশনার প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি ২৩ টি বিএড কলেজ থেকে অর্জিত সনদধারী শিক্ষকদের বিএড স্কেল দেয়া সিদ্ধান্ত গ্রহণ করে। খোঁজ নিয়ে জানা গেছে, এ ২৩ টি কলেজের মধ্যে কয়েকটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাক্ষরিত তালিকা থেকে চালু ১৭টি বেসরকারি টিটিসির নাম এখানে তুলে ধরা হল:        

(১)  হাজী ওয়াজেদ আলী টিচার্স ট্রেনিং  কলেজ,সাতক্ষীরা , ০১৭১২-৯৭৬৬৮৯, ই-মেইল : hwattc@gmail.com (২) মহানগর টিচার্স ট্রেনিং কলেজ, আজিমপুর, ঢাকা, ০১৭৮৬-০৮৮৫৫৫ ই-মেইল :  mahanagarttcollege@gmail.com (৩) হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন, চাঁদপুর, ০১৮১৪-৩৮৫১৯১,০১৭১৩০৩৯৭৪৩ ই-মেইল : Hicehajigonj@gmail.com (৪) আমিরুল ইসলাম কাগজী টিচার্স ট্রেনিং কলেজ, পাইকগাছা, খুলনা ০১৯২৩-১০৫৩২৯,০১৭১৩৮২২২০৮ ই-মেইল : aikttcollege@gmail.com
 (৫) পিরোজপুর টিচার্স ট্রেনিং কলেজ, পিরোজপুর, ০১৭২০-৬২১৭৩৩ (৬) কলেজ অব এডুকেশন বিএড, বরিশাল, ০১৭১৭৩৮৮৬২৫ (৭) মুন্সী মেহেরুউল্লা টিচার্স ট্রেনিং কলেজ, যশোর, ০১৭১১-৪২৩৫৯২ (৮) জয়পুরহাট বিএড কলেজ, জয়পুরহাট, ০১৭০-৭৭১৫৪০০ (৯) মঠবাড়িয়া টিচার্স ট্রেনিং কলেজ, মঠবাড়িয়া, পিরোজপুর, ০১৭১৪-৭২৯৬১৩ (১০) বগুড়া বিএড কলেজ, বগুড়া, ০১৭১১-৩৬৩৫২৮ (১১) দক্ষিণবঙ্গ টিচার্স ট্রেনিং কলেজ, পটুয়াখালী, ০১৭১২-০৪৪৫৪৫ (১২) কক্সবাজার টির্চাস ট্রেনিং কলেজ, কক্সবাজার, ০১৮১৯-০১৪৫৪৬ (১৩) পরশ পাথর টিচার্স ট্রেনিং কলেজ, চট্রগ্রাম, ০১৭১১১৪৬৯২৫ (১৪) ড. মিয়া আব্বাস উদ্দীন টি টি কলেজ, মোড়েলগঞ্জ, বাগেরহাট, ০১৭১৪-৫৭৩৬০০ (১৫) যশোর টিচার্স ট্রেনিং কলেজ, পালবাড়ী যশোর-০১৭১৬৩১৯৭২৬, (১৬) উপশহর টিচার্স ট্রেনিং কলেজ, যশোর- ০১৭১২-৩১১৩২৬, (১৭)মাগুরা টিচার্স ট্রেনিং কলেজ, এ জি একাডেমি,মাগুরা -০১৭১৯৭৩০৬৫০।