বিজ্ঞান ও ভৌতবিজ্ঞান শিক্ষকদের এমপিওর বিভ্রান্তি দূর করলো মন্ত্রণালয় | এমপিও নিউজ

বিজ্ঞান ও ভৌতবিজ্ঞান শিক্ষকদের এমপিওর বিভ্রান্তি দূর করলো মন্ত্রণালয়

২০১০ খ্রিষ্টাব্দের এমপিও নীতিমালায় মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদটি ছিল। কিন্তু ২০১৮ খ্রিষ্টাব্দের এমপিও নীতিমালায় বিজ্ঞান বিভাগ চালু থাকলে বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদ ভৌতবিজ্ঞান ও জীববিজ্ঞানের সহকারী শিক্ষকের দুইটি আলাদা পদ সৃষ্টি করা হয়েছে। পদের নাম পরিবর্তন হয়ে যাওয়ায় আগে ব

২০১০ খ্রিষ্টাব্দের এমপিও নীতিমালায় মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদটি ছিল। কিন্তু ২০১৮ খ্রিষ্টাব্দের এমপিও নীতিমালায় বিজ্ঞান বিভাগ চালু থাকলে বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদ ভৌতবিজ্ঞান ও জীববিজ্ঞানের সহকারী শিক্ষকের দুইটি আলাদা পদ সৃষ্টি করা হয়েছে। পদের নাম পরিবর্তন হয়ে যাওয়ায় আগে বিজ্ঞান বিষয়ের নিয়োগ পাওয়া শিক্ষকদের এমপিও নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। সে বিভ্রান্তি দূর হয়েছে। 

নতুন নীতিমালা অনুসারে আগে নিয়োগ পাওয়া বিজ্ঞান শিক্ষকরাও এমপিভুক্ত হতে পারবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগের নীতিমালায় নিয়োগ পাওয়া বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষকরা পদার্থ বা রসায়ন পাঠদান করলে তাকে ভৌতবিজ্ঞানের শিক্ষক হিসেবে আর প্রাণিবিজ্ঞান বা জীববিজ্ঞান পাঠদান করলে তাকে জীববিজ্ঞান পদের শিক্ষক হিসেবে এমপিওভুক্ত করা যাবে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ বিষয়টি স্পষ্ট করে নির্দেশনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

   

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন স্বাক্ষরিত নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ের ২০১৮ খ্রিষ্টাব্দের নীতিমালা অনুসারে নিয়োগ পেয়ে কর্মরত আছেন তাকে জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক হিসেবে এমপিওভুক্ত করা যাবে। পরবর্তীতে পদটি শূন্য হলে সর্বশেষ নীতিমালা অনুযায়ী জীববিজ্ঞানের সহকারী শিক্ষকের জন্য এনটিআরসিএতে চাহিদা দিতে হবে। 

তবে, এনটিআরসিএর দ্বিতীয় নিয়োগ চক্রে সুপারিশ পেয়ে ভৌতবিজ্ঞান পদে বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্তদের ভৌতবিজ্ঞানের সহকারী শিক্ষক হিসেবেই এমপিওভুক্ত করা যাবে বলেও নির্দেশনায় বলা হয়েছে।
 
আর এনটিআরসিএর দ্বিতীয় চক্রে নিয়োগ পাওয়া ভৌতবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষকদের এমপিওভুক্তর কার্যক্রম শেষ হওয়ার পর সর্বশেষ নীতিমালা অনুযায়ী শূন্যপদে বিষয়ভিত্তিক শিক্ষা নিয়োগের চাহিদা এনটিআরসিএতে পাঠাতে হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে। 

দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া স্পষ্টীকরণ নির্দেশনাটি তুলে ধরা হল।

বিজ্ঞান ও ভৌতবিজ্ঞান শিক্ষকদের এমপিওর বিভ্রান্তি দূর করলো মন্ত্রণালয়

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।