বিদেশি দূতাবাসগুলো গর্হিত কাজ করেছে : প্রধানমন্ত্রী - দৈনিকশিক্ষা

বিদেশি দূতাবাসগুলো গর্হিত কাজ করেছে : প্রধানমন্ত্রী

দৈনিকশিক্ষা ডেস্ক |

ঢাকাস্থ বিদেশি দূতাবাসে কর্মরত বাংলাদেশিদের ‘বিদেশি নির্বাচন পর্যবেক্ষক’ করায় তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দূতাবাসগুলো অত্যন্ত গর্হিত কাজ করেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী | ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী বলেন, ‘তারা (বিদেশি দূতাবাসগুলো) ঠিক কাজ করেনি। তাদের বিভিন্ন দূতাবাসে বাংলাদেশি নাগরিক যারা চাকরি করে… তারা বাংলাদেশের নাগরিক… তারা সেখানে চাকরি করে… তাদেরকে (বাংলাদেশি নাগরিক) বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়ে বিদেশি দূতাবাসগুলো অত্যন্ত গর্হিত কাজ করেছে।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘একজন বাংলাদেশি নাগরিক কীভাবে একজন বিদেশি এবং বিদেশি নির্বাচন পর্যবেক্ষক হতে পারে? যখন তারা বিদেশি দূতাবাসগুলোতে কেবল চাকরি করে? তারা (বিদেশি দূতাবাসগুলো) অবশ্যই তাদের (বাংলাদেশি নাগরিকদের) বিদেশি নির্বাচন পর্যবেক্ষক হিসেবে প্রেরণ করতে পারে না ... তারা কাজটি ঠিক করেনি।’ খবর ইউএনবির।

শেখ হাসিনা বলেন, ‘দেশের অতীত ইতিহাস ভালো না হওয়ায় বাংলাদেশে থাকা বিদেশি মিশনগুলো তাদের উদ্বেগ প্রকাশ করতে পারে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর সবাই দেখেছে যে কীভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে খেলা হয়েছে। কিন্তু এখন আমরা ধীরে ধীরে সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছি, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

তিনি বলেন, ‘যারা বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন, সবাই জানে তাদের দেশে নির্বাচন কেমন হয়। আমরা তাদের দেশগুলোর নির্বাচনের কয়েকটা উদাহরণ জানি। বিদেশি দূতাবাসগুলো যাদের বিদেশি নির্বাচন পর্যবেক্ষক করেছে, তাদের মধ্যে অনেকে বাংলাদেশের প্রতি বৈরী লোক আছে। আমি জানি কারও বাবা হয়তো ৭৫-এ হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন বা কেউ ছিল স্বাধীনতাবিরোধী। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা চালিয়েছে, পাকিস্তানী বাহিনীকে সহায়তা করেছে তাদের উত্তরসূরিও অনেক আছে।’

বিদেশি মিশনে কর্মরত বাংলাদেশিদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে গ্রহণ করা নির্বাচন কমিশনের উচিত হয়নি- এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা ভোটার হিসেবে ভোটকেন্দ্রে যেতে পারেন, তবে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নয়।’

ঢাকার দুটি সিটি করপোরেশন নির্বাচনেই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হবেন- এমন আশাবাদ ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, ‘আমরা একটি পরিচ্ছন্ন ঢাকা শহর গড়ে তুলব...এজন্য আমরা অনেক কর্মসূচি হাতে নিয়েছি ... আমরা সেগুলো বাস্তবায়ন করছি ... আমরা এসব যথাযথভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব।’

ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি - dainik shiksha ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ - dainik shiksha শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ অষ্টম পর্যন্ত অবৈতনিক শিক্ষায় সরকারকে সহযোগিতা করবে ইউএনএফপিএ - dainik shiksha অষ্টম পর্যন্ত অবৈতনিক শিক্ষায় সরকারকে সহযোগিতা করবে ইউএনএফপিএ ইসরায়েলকে বোমা পাঠানো বন্ধ রাখছে যুক্তরাষ্ট্র - dainik shiksha ইসরায়েলকে বোমা পাঠানো বন্ধ রাখছে যুক্তরাষ্ট্র ভুইফোঁড় শিক্ষক সমিতি নেতাদের এমপিও বাতিল হতে পারে - dainik shiksha ভুইফোঁড় শিক্ষক সমিতি নেতাদের এমপিও বাতিল হতে পারে শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ - dainik shiksha শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ ঢাকা শিক্ষা বোর্ডের জাপান টিকিট ৩০ লাখ! - dainik shiksha ঢাকা শিক্ষা বোর্ডের জাপান টিকিট ৩০ লাখ! জাল সনদধারী শিক্ষকের এমপিও বাতিল - dainik shiksha জাল সনদধারী শিক্ষকের এমপিও বাতিল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0033819675445557