বিদেশ থেকেই হাজিরা খাতায় স্বাক্ষর করছেন শিক্ষক - দৈনিকশিক্ষা

বিদেশ থেকেই হাজিরা খাতায় স্বাক্ষর করছেন শিক্ষক

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি |

পিরোজপুরের ইন্দুরকানীর উত্তর কলারণ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক (কৃষি) কনক প্রভা ডাকুয়া। তিনি দুই মাস ধরে ভারতে আছেন। আবার নিয়মিত প্রতিষ্ঠানের হাজিরা খাতায় স্বাক্ষরও দিয়ে যাচ্ছেন তিনি। বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্য। 

জানা যায়, ২০১৮ খ্রিষ্টাব্দের ৯ ডিসেম্বর থেকে মাদরাসায় অনুপস্থিত আছেন। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। তবুও শিক্ষক হাজিরা খাতায় নিয়মিত তার স্বাক্ষর দেয়া হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ওই প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক কর্মচারী জানান, প্রতিদিন সকল শিক্ষক ক্লাসে পাঠদান করতে গেলে সুপার ও সহসুপার ওই শিক্ষকের নামের স্থলে জাল স্বাক্ষর দিয়ে হাজিরা খাতা আলমারিতে আটকে রাখেন।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সরেজমিনে ওই প্রতিষ্ঠানে গিয়ে মাদরাসার সুপার আলী হায়দার খানকে পাওয়া যায়নি। তিনি দাখিল পরীক্ষার কেন্দ্রে ছিলেন। তবে পরীক্ষা কেন্দ্রে তার কোন দায়িত্ব নেই বলে কেন্দ্র সচিব মাওলানা সরোয়ার হোসেন জানান। এসময় শিক্ষিকা কনক প্রভা ডাকুয়াকেও মাদরাসায় পাওয়া যায়নি। ওই মাদরাসার শিক্ষার্থীরা জানান শিক্ষিকা কনক প্রভা প্রায় ২ মাস ধরে মাদরাসায় আসেন না।

এ বিষয়ে ওই মাদরাসার সহসুপার মো. আব্দুস জব্বার শেখকে শিক্ষক হাজিরা খাতা দেখাতে বললে তিনি হাজিরা খাতা দেখাতে অস্বীকৃতি জানান। এ প্রতিবেদককে কিছু টাকা নিয়ে রিপোর্ট না লেখার জন্য অনুরোধ করেন।

ওই শিক্ষকের শাশুড়ি শ্যামলী রানী ডাকুয়া জানান, আমার ছেলে উত্তম কুমার ডাকুয়া ও পুত্রবধূ কনক প্রভা ডাকুয়া বর্তমানে ভারতে আছে। 

উত্তর কলারণ দাখিল মাদরাসা সভাপতি ও ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম দৈনিকশিক্ষা ডটকমকে জানান, শিক্ষক কনক প্রভা ডাকুয়া চিকিৎসার জন্য ভারতে যাওয়ার কথা আমাকে মৌখিকভাবে জানিয়েছিলেন। তবে হাজিরা খাতায় স্বাক্ষর দেয়ার বিষয়টি আমার জানা নেই।

মাদারাসা সুপার মো. আলী হায়দার খান দৈনিকশিক্ষা ডটকমকে বলেন, শিক্ষিক কনক প্রভা ডাকুয়া ৫ দিনের ছুটিতে গিয়ে দুই মাস অনুপস্থিত আছেন এটি সত্য। তবে তার হয়ে অন্য কেউ হাজিরা খাতায় স্বাক্ষর করছেন এ অভিযোগ সঠিক নয়। বিনা অনুমতিতে অনুপস্থিত থাকার ব্যাপারে কনক প্রভা ডাকুয়াকে শোকজ করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির - dainik shiksha খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা - dainik shiksha শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0030269622802734