বিদ্যালয়ের কক্ষে পরিবার নিয়ে বসবাস করছেন ইউপি চেয়ারম্যান - দৈনিকশিক্ষা

বিদ্যালয়ের কক্ষে পরিবার নিয়ে বসবাস করছেন ইউপি চেয়ারম্যান

পটুয়াখালী প্রতিনিধি |

পটুয়াখালী দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের ১০২ নম্বর মধ্য চরবোরহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে পরিবার নিয়ে বসবাস করছেন ঐ ইনিয়নের চেয়ারম্যান মো. নজির আহম্মেদ সরদার। তবে চেয়ারম্যান বলছেন, ‘স্কুল ভবনটা ইউনিয়নের মঝখানে থাকায় আমি এখানে অস্থায়ী অফিস করেছি।’ এ ঘটনায় ঐ স্কুলের শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, ২০১৪ সালে উপজেলা থেকে প্রায় ২২ কিলোমিটার দূরত্বে বিচ্ছিন্ন দ্বীপে ১০ হাজার ভোটার নিয়ে চরবোরহান ইউনিয়নটি গঠিত হয়। প্রথম নির্বাচিত চেয়ারম্যান হিসেবে মো. নজির আহম্মেদ সরদার ২০১৭ সালের জুলাই মাসের ২১ তারিখ শপথ গ্রহণ করেন। শপথগ্রহণের বছর না যেতেই ক্ষমতার দাপট দেখিয়ে স্কুলের দুটি কক্ষ দখল করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন।

এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের সামনে খাঁচা বানিয়ে হাঁস-মুরগির খামার করেছেন। হাঁস-মুরগির খাঁচা থাকায় বিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ দূষিত হচ্ছে। বিদ্যালয়ের ভেতরের একটি কক্ষে পরিবার নিয়ে বসবাস করেন তিনি। ঐ কক্ষের সামনের বারান্দা দিয়ে রান্নাঘর নির্মাণ করেছেন। অন্য একটি কক্ষ ইউনিয়ন পরিষদের কাজ ও গেস্টরুম হিসেবে ব্যবহার করছেন।

চরবোরহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে পরিবার নিয়ে বসবাস করছেন ইউপি চেয়ারম্যান । ছবি : সংগৃহীত

এ বিষয় চরবোরহান ইউপি চেয়ারম্যান মো. নজির আহমেদ সরদার বলেন, ‘বিদ্যালয়টি ইউনিয়নের মাঝখানে হওয়ায় এখান থেকে ইউপি কার্যক্রম পরিচালনা করতে সুবিধা হয়। তবে আমি মৌখিকভাবে উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসারকে ভবন ব্যবহারের বিষয়টি জানিয়েছি।’

ঐ স্কুলের প্রধান শিক্ষক সুনীল বাবু বলেন, ‘আমি তাকে স্কুলের ভবন ছাড়তে বলেছি, কিন্তু তিনি না ছাড়লে আমি কী করতে পারি? তিনি ইউনিয়নের চেয়ারম্যান।’

উপজেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিন বলেন, ‘আমার কাছে কখনো চেয়ারম্যান স্কুল ভবনে থাকার কথা বলেননি। সহকারী শিক্ষা অফিসার মামুনের মাধ্যমে চেয়ারম্যানকে ভবন ছাড়ার কথা বলেছি। তিনি ভবন না ছাড়লে আমরা আইনি ব্যবস্থা নেব।’

উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস বলেন, ‘আমার দশমিনায় যোগদান করার অনেক আগ থেকে চেয়ারম্যান ঐ ভবনে উঠেছেন। তিনি আমাকে স্কুল ভবনে থাকার কথা কখনো বলেননি। তবে আমি কয়েক দিন হলো শুনেছি স্কুল ভবনের একটি রুমে পরিষদের কাজকর্ম করা হচ্ছে।’

স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? - dainik shiksha শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ - dainik shiksha অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে - dainik shiksha সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0057849884033203