বিদ্যালয়ের নির্বাচন নিয়ে সং*ঘর্ষ, নিহ*ত ১ | স্কুল নিউজ

বিদ্যালয়ের নির্বাচন নিয়ে সং*ঘর্ষ, নিহ*ত ১

খুলনায় বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রসুল মিনা (৪২) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে ৯-১০ জন। ওই ব্যক্তিকে তার আপন চাচাতো ভাইয়েরা পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: খুলনায় বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রসুল মিনা (৪২) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে ৯-১০ জন। ওই ব্যক্তিকে তার আপন চাচাতো ভাইয়েরা পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিদ্যালয়ের নির্বাচন নিয়ে সং*ঘর্ষ, নিহ*ত ১

সোমবার (১৩ মে) রাতে খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। 

রসুল ওই গ্রামের ইকতিয়ার মিনার ছেলে। তিনি পেশায় কৃষিজীবী। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রূপসা উপজেলার বামনডাঙ্গা গ্রামের দুই চাচাতো ভাই আমিনুল মিনা ও রসুল মিনার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর মধ্যে ২৯ মে বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচন বিষয় নিয়ে গত সোমবার রাতে মিনা বাড়িতে নিজেদের মধ্যে আলোচনা করা হচ্ছিল। একপর্যায়ে রাত ১০টার দিকে আমিনুল মিনা ও রসুল মিনার মধ্যে তর্ক শুরু হয়। পরে তারা বাড়ি থেকে পাশের বামনডাঙ্গা বাজারে এসে হাতুড়ি, লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে রসুল মিনা, আতাহার মিনা, জাহিদুল মিনা, পান্না মিনা, ফারুক মিনা, টুকু মিনা, শাকিল মিনা, হাবিব মিনা এবং আল আমিন মিনাসহ উভয় পক্ষের ৯-১০ জন আহত হন।

গুরুতর আহত রসুল মিনাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্যদের ওই হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

রূপসা থানার ওসি এনামুল হক জানান, এ ঘটনায় গতকাল বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোনো মামলা হয়নি। জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।