বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসাছাত্রের মৃত্যু | মাদরাসা নিউজ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসাছাত্রের মৃত্যু

বরিশালের গৌরনদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইফুল ইসলাম (১৬) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেজহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরিশালের গৌরনদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইফুল ইসলাম (১৬) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেজহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাইফুল উপজেলার কাছেমাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার বাসিন্দা ব্রুনাই প্রবাসী মো. সিরাজুল ইসলামের ছেলে। সে ঢাকার একটি মাদরাসার নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়,অর্থনৈতিক সংকটের কারণে বর্তমানে সাইফুল রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে। উপজেলার বেজহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ সংস্কারের কাজে সে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছে।

 

ওই ছাদের উপর দিয়ে পল্লীবিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের ক্যাবল গেছে। বিকেলে কাজ শেষ করার পর সে দুই বন্ধুর সঙ্গে ছাদে বসে কথা বলছিল। এক পর্যায়ে ক্যাবলের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে তার বন্ধ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারবো।