বিনা ছুটিতে ফ্রান্সে থাকায় চাকরি হারালেন কুবির অফিস সহায়ক - দৈনিকশিক্ষা

বিনা ছুটিতে ফ্রান্সে থাকায় চাকরি হারালেন কুবির অফিস সহায়ক

দৈনিকশিক্ষাডটকম, কুবি |

দৈনিক শিক্ষাডটকম কুবি : ছুটি ছাড়াই ৭ মাস কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি হারিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এস্টেট শাখার একজন অফিস সহায়ক। গত ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত মনোয়ারা বেগম নামে ওই কর্মকর্তা কুমিল্লা দক্ষিণ জেলা যুব মহিলা লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।

গত ৯ অক্টোবর ৮৯তম সিন্ডিকেট সভায় তাকে অপসারণের সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) একটি অফিস আদেশ জারি করে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

ছবি: সংগৃহীত

খোঁজ নিয়ে জানা যায়, গত ফেব্রুয়ারি থেকে মনোয়ারা বেগম ফ্রান্সে রয়েছেন। অনুপস্থিতিরি কারণ জানতে চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি এর কোনো জবাব দেননি। পরে বিশ্ববিদ্যালয়ের ৮৯তম সিন্ডিকেট সভায় তাকে অপসারণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী জানান, দুই মাসের বেশি সময় অনুপস্থিত থাকলে তাঁকে পলায়ন হিসেবে গণ্য করা হয়। আমরা এ বিষয়ে জানতে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। পরবর্তীতে ৯ অক্টোবর সিন্ডিকেট সভায় অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার একটি অফিস আদেশ জারি করে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দেশে পিএইচডিধারী ৫২ হাজার - dainik shiksha দেশে পিএইচডিধারী ৫২ হাজার নীতিমালা ভেঙে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছে সামসুল হক খান স্কুল - dainik shiksha নীতিমালা ভেঙে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছে সামসুল হক খান স্কুল প্রাথমিক ও ব্যাংকের পরীক্ষা একই দিনে, বিপাকে চাকরিপ্রত্যাশীরা - dainik shiksha প্রাথমিক ও ব্যাংকের পরীক্ষা একই দিনে, বিপাকে চাকরিপ্রত্যাশীরা শনিবারও অফিস করার সিদ্ধান্ত জবির নতুন উপাচার্যের - dainik shiksha শনিবারও অফিস করার সিদ্ধান্ত জবির নতুন উপাচার্যের স্কুল ও হাসপাতাল লক্ষ্য করে হামলা চালাচ্ছে জান্তা - dainik shiksha স্কুল ও হাসপাতাল লক্ষ্য করে হামলা চালাচ্ছে জান্তা ঢাবির তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগারে প্রফেশনাল মাস্টার্স করার করার সুযোগ - dainik shiksha ঢাবির তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগারে প্রফেশনাল মাস্টার্স করার করার সুযোগ শিক্ষা ক্যাডারে আত্তীকৃত ১৬২ জনের চাকরি স্থায়ী হলো - dainik shiksha শিক্ষা ক্যাডারে আত্তীকৃত ১৬২ জনের চাকরি স্থায়ী হলো please click here to view dainikshiksha website Execution time: 0.0059971809387207