বিভিন্ন কলেজে শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা | পরীক্ষা নিউজ

বিভিন্ন কলেজে শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা

সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে সংঘর্ষে প্রাণহানি ও সহিংসতার ঘটনার বিচার এবং গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তির দাবিতে এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা দিচ্ছে দেশের স্বনামধন্য বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে সংঘর্ষে প্রাণহানি ও সহিংসতার ঘটনার বিচার এবং গ্রেফতার পরীক্ষার্থীদের মুক্তির দাবিতে এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা দিয়েছেন দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। 

বুধবার (৩১ জুলাই) কলেজগুলোর ২০২৪ ব্যাচ’র শিক্ষার্থীদের পক্ষ থেকে এ সংক্রান্ত এক বিবৃতি পাঠানো হয়েছে।

কলেজগুলোর মধ্যে রয়েছে নটরডেম কলেজ, ঢাকা কলেজ, ভিকারুননিসা স্কুল এন্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বিএএফ শাহীন কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজসহ আরো কয়েকটি। 

বিবৃতিতে জানানো হয়, যতোদিন পর্যন্ত না সকল অন্যায়ভাবে গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেয়া হয় তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন না।