বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হলো জবির সাবেক উপাচার্যকে | বিশ্ববিদ্যালয় নিউজ

বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হলো জবির সাবেক উপাচার্যকে

দেশ ছাড়ার চেষ্টার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক উপাচার্য সাদেকা হালিমকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। রোববার তিনি টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করেন। তখন তাঁর সঙ্গে ছিল ব্রিটিশ পাসপোর্ট। পরে পাসপোর্ট রেখে তাঁকে ফেরত পাঠানো হয়।

দেশ ছাড়ার চেষ্টার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক উপাচার্য সাদেকা হালিমকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। রোববার (১০ নভেম্বর) তিনি টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করেন। তখন তাঁর সঙ্গে ছিল ব্রিটিশ পাসপোর্ট। পরে পাসপোর্ট রেখে তাঁকে ফেরত পাঠানো হয়। 

বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হলো জবির সাবেক উপাচার্যকে

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর গত ১২ আগস্ট পদত্যাগ করেন সাদেকা হালিম। এর পর থেকে আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য। গত রোববার তাঁকে দেখা যায় শাহজালাল বিমানবন্দরে। বিমানবন্দরে কর্মরত এক গোয়েন্দা কর্মকর্তা জানান, তিনি একাই ছিলেন। ইমিগ্রেশনে তাঁকে দেখে দায়িত্বরত কর্মকর্তা বসতে বলেন। পরে কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করে সেখানে ডাকা হয়। বেশকিছু সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। দেড় ঘণ্টা পর তাঁকে জানানো হয়, তিনি দেশ ছেড়ে যেতে পারবেন না। রেখে যেতে হবে পাসপোর্ট। পরে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে যান।

  

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক এ উপাচার্যের বিরুদ্ধে অন্যের গবেষণা চুরির অভিযোগ রয়েছে। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ছিলেন। তবে আওয়ামী লীগ ঘরানার হওয়ায় তাঁর গবেষণা চুরির তদন্ত বেশি দূর এগোয়নি। ২০১৯ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সরকারপন্থি প্যানেল নীল দলের প্রায় সবাই বিজয়ী হলেও সহসভাপতি পদে হেরেছিলেন অধ্যাপক সাদেকা হালিম।