বিয়ে করছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন | বিশ্ববিদ্যালয় নিউজ

বিয়ে করছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

স্ত্রী মারা যাবার প্রায় আড়াই বছর পর আবার বিয়ে করতে যাচ্ছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। একজন আইনজীবীর সঙ্গে ৬৫ বছর বয়সী মন্ত্রীর বিয়ের বিষয়টি বেশকিছু দূর এগিয়েছে।

স্ত্রী মারা যাবার প্রায় আড়াই বছর পর আবার বিয়ে করতে যাচ্ছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। একজন আইনজীবীর সঙ্গে ৬৫ বছর বয়সী মন্ত্রীর বিয়ের বিষয়টি বেশকিছু দূর এগিয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে দৈনিক প্রথম আলোকে রেলমন্ত্রী বলেছেন, সবকিছু চূড়ান্ত হলে তিনিই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবেন। 

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ২৯ ডিসেম্বর নূরুল ইসলাম সুজনের স্ত্রী, তিন সন্তানের জননী নিলুফার ইসলাম ৫৮ বছর বয়সে মারা যান। ভোটের পরদিন তার দাফন সম্পন্ন হয়।

নূরুল ইসলাম সুজন পেশায় সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলারও একজন আইনজীবী ছিলেন।

এর আগে রেল মন্ত্রণালয়ের মন্ত্রী থাকাকালে মুজিবুল হক ৬৭ বছর বয়সে বিয়ে করে আলোচনার জন্ম দিয়েছিলেন।