জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো’ কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকালে জেলা পরিষদের আয়োজনে শহীদ মিনার প্রাঙ্গনে আগত বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল এক মিলন মেলায় পরিণত হয়। জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কিত সাধারণজ্ঞানের বইু ‘অন্বেষণ’ এর মোড়ক উন্মোচন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, কুড়িগ্রাম সেক্টর-১১ বীর বিক্রম বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার, গাইবান্ধা সেক্টর-১১ বীর প্রতিক বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুব এলাহী রঞ্জু, চাঁদপুর সেক্টর-১০ বীর প্রতিক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহা কবীর, নড়াইল সেক্টর-০৮ বীর প্রতিক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জনিয়ার গোলাম আজাদ, জামালপুর সেক্টর-১১ বীর প্রতিক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাদরুজ্জামান হেলাল, ঢাকা সেক্টর -২ বীর প্রতিক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, ঢাকা সেক্টর-২ বীর প্রতিক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান, জামালপুর সেক্টর-১১ বীর প্রতিক বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান খান, লালমনির হাট সেক্টর- বীর প্রতিক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আজিজুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর বিভাগের আট জেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধারা। পরে আমন্ত্রিত অতিথিরা বছর ব্যাপী আয়োজনের অংশ হিসেবে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সাথে মুক্তিযুদ্ধের নানা ঘটনার বর্ণনা দেন এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে জানো ’ কর্মসূচীর বই ‘অন্বেষণ’ তুলে দিয়ে এ কার্যক্রমের সূচনা করেন।
জানা গেছে নীলফামারী জেলার ৫০০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সরাসরি অংশগ্রহণে শিক্ষার্থীদের মাঝে মহান মুক্তিযুদ্ধের ঘটনাবলী নিয়ে আলোচনা ও তাদের হাতে এই বই তুলে দেওয়া হবে।