বীর মুক্তিযোদ্ধা ভানু নেছা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি পাবনার সাঁথিয়া উপজেলার একমাত্র মহিলা বীর মুক্তিযোদ্ধা ছিলেন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধোপাদহ ইউনিয়নের তেথুলিয়া গ্রামে তার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
একাত্তরে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখেছিলেন ভানু নেছা। তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।
বিকেল সাড়ে ৫টায় জানাযা শেষে প্রয়াত বীব মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে সমাহিত করা হয়।
সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলামসহ নানা শ্রেণি-পেশার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।