বুয়েটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন | বিশ্ববিদ্যালয় নিউজ

বুয়েটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। শুক্রবার সকালে বুয়েটের মূল ফটক সংলগ্ন শহীদ মিনারের পাশে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। শুক্রবার সকালে বুয়েটের মূল ফটক সংলগ্ন শহীদ মিনারের পাশে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন। 

বুয়েটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ছাত্রকল্যাণ পরিচালক, রেজিস্ট্রার, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের পরিচালক, অফিস, ইনস্টিটিউট ও সেন্টার প্রধানরাসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উদযাপন উপলক্ষে বাদ আছর সরকারি স্বাস্থ্যবিধি মেনে বুয়েট কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল    SUBSCRIBE   করতে ক্লিক করুন।