বৈষম্যের অবসান চান মাদরাসার জেনারেল শিক্ষকরা

বৈষম্যের অবসান চান মাদরাসার জেনারেল শিক্ষকরা

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) - এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক ও ঢাকা মহানগর সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ খোরশেদ কবির মাসুদের সভাপতিত্বে আজ শনিবার (০৭ ডিসেম্বর ২০২৪ খ্রি.) সকাল ১০টায় শিশু কল্যাণ পরিষদ অডিটোরিয়ামে ঢাকা মহানগর সম্মেলন অনুষ্ঠিত হয়।

 শিক্ষক- কর্মচারীদেরকে সরকারী নিয়মে বাড়িভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও মাদ্রাসাসহ সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং একটি নীতিমালা প্রণয়নের মাধ্যমে সর্বজনীন বদলি প্রথা চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন নেতৃবৃন্দ। 

বৈষম্যের অবসান চান মাদরাসার জেনারেল শিক্ষকরা

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কেন্দ্রীয়  সভাপতি জহির উদ্দিন হাওলাদার বলেন, স্কুল- কলেজের এমপিও নীতিমালার সাথে মাদ্রাসার এমপিও নীতিমালার বিরাজমান  বৈষম্যের কারণে শিক্ষকদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে। শিক্ষক অসন্তোষ দূরীকরণে শিক্ষায় অর্জিত ডিগ্রি বা বিএড স্কেলকে উচ্চতর গ্রেড বিবেচনা না করে সহকারী শিক্ষকদেরকে চাকুরি জীবনে দুটি উচ্চতর গ্রেড প্রদান এবং দাখিল স্তরে সিনিয়র শিক্ষক পদ সৃষ্টি করে ৮ম গ্রেডে বেতন-ভাতা প্রদান করতে হবে। এছাড়া সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে চাকুরীকাল ০৮ বছর পূর্তিতে কলেজের ন্যায় প্যাটার্ন ভূক্ত মোট প্রভাষক পদের ৫০ শতাংশ প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান এবং পদোন্নতি বঞ্চিত সকল প্রভাষককে কলেজের ন্যায় চাকুরীকাল ১৬ বছর পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতিসহ পর্যায়ক্রমে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি দেয়ার দাবী জানান।

কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন ছাত্র-জনতার বৈষম্য বিরোধী বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে কোন প্রকার বৈষম্য শিক্ষক সমাজ দেখতে চায় না। তাই মাদ্রাসার প্রশাসনিক পদে শিক্ষক নিয়োগে ২০১৮ সালের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধন পূর্বক ২০১০ সালের পরিপত্র মোতাবেক প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা পূনর্বহাল করে সকল পর্যায়ের মাদ্রাসার প্রশাসনিক পদে জেনারেল শিক্ষক নিয়োগের সুযোগ উন্মুক্ত করার মাধ্যমে মাদরাসা শিক্ষা ব্যাবস্থাকে বৈষম্য মুক্ত করতে স্কুল- কলেজের এমপিও নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে মাদ্রাসার এমপিও নীতিমালা সংশোধন এবং শিক্ষকদের সকল যৌক্তিক দাবী পূরনে মাননীয় শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

রাজধানীর তোপখানা রোডের এক মিলনায়তনে ঢাকা মহানগর সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য মোঃ মাহবুব আলম এর সঞ্চালনায় আলোচনা শেষে মোঃ খোরশেদ কবির মাসুদকে  সভাপতি, মুঃ মোখলেছুর রহমানকে সাধারন সম্পাদক ও শাহ মোঃ মাহমুদকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট ঢাকা মহানগর কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়।

ছাত্র-জনতার বৈষম্য বিরোধী বিপ্লবের সকল শহীদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সহাপতি উপাধ্যক্ষ মুহা. জোহরুল ইসলাম।

 বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) - এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক ও ঢাকা মহানগর সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ খোরশেদ কবির মাসুদের সভাপতিত্বে শনিবার ৭ ডিসেম্বর সকালে ঢাকা মহানগর সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিঃ সহ-সভাপতি মোঃ ফজলুল বারী বেলাল, সহ-সভাপতি ড. মুঃ জাকির হোসেন, সহ-সভাপতি উপাধ্যক্ষ মুহা. জোহরুল ইসলাম, সহ-সভাপতি হোসনে মোবারক, সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ ওয়ালিদ হোসেন, যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল হালিম, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ শফিউল আজম, সাংগঠনিক সম্পাদক গুল মোঃ মাহবুবুল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ আরিফ ইমাম, আইন সম্পাদক মোঃ শাহ জালাল সহ ঢাকা মহানগরের মাদরাসায় কর্মরত জেনারেল শিক্ষকবৃন্দ।