বোয়ালখালীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৯৫তম শাখা | ব্যাংক ও বীমা নিউজ

বোয়ালখালীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৯৫তম শাখা

চট্টগ্রামের বোয়ালখালীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৯৫তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার (২১ নভেম্বর) চট্টগ্রাম-৮ আসনেরয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন।

চট্টগ্রামের বোয়ালখালীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৯৫তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার (২১ নভেম্বর) চট্টগ্রাম-৮ আসনেরয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম, পরিচালক আহামেদুল হক এবং রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর।
 
অনুষ্ঠানে বোয়ালখালী মেয়র জহুরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, এন মোহাম্মদ প্লাস্টিকের জেনারেল ম্যানেজার মো. নজরুল ইসলাম, ব্যাংকের চট্টগ্রাম জোনের হেড মোহাম্মদ আজম, ভাইস প্রেসিডেন্ট ফয়সাল কবিরসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এসময় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। নতুন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আলি খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।