ব্রহ্মপু‌ত্র নদের ভাঙনের কবলে স্কুল-ক্লিনিকসহ ৩৬ বসতি - দৈনিকশিক্ষা

ব্রহ্মপু‌ত্র নদের ভাঙনের কবলে স্কুল-ক্লিনিকসহ ৩৬ বসতি

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি |

কু‌ড়িগ্রা‌মে শুরু হ‌য়ে‌ছে ব্রহ্মপু‌ত্রের তীব্র ভাঙন। প্রায় দেড় মা‌সের চেষ্টার পরও ভাঙন থেকে রক্ষা করা যায়‌নি ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিক, সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয়সহ অন্তত ৩৬ বস‌তি। ব্রহ্মপুত্র অববা‌হিকার কু‌ড়িগ্রাম সদ‌রের যাত্রাপুর ইউ‌নিয়‌নের চিত্র এমনই। 

যাত্রাপুর ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান আব্দুল গফুর জানান, অব‌্যাহত ভাঙ‌নে গত এক মা‌সে অন্তত ৩৬ প‌রিবা‌রের বসতভিটা ব্রহ্মপু‌ত্রের গ‌র্ভে চ‌লে গে‌ছে। ভে‌ঙেছে মস‌জিদ। ভাঙন হুম‌কি‌তে আছে আরো শতা‌ধিক প‌রিবার। অব‌্যাহত ভাঙ‌নে ইউ‌নিয়‌নের চর ভগব‌তীপুরের স্থাপিত উপ‌জেলা প্রশাস‌নের এক‌টি মাধ‌্যমিক বিদ‌্যালয়, এক‌টি সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয়ের স্থাপনা স‌রি‌য়ে নেয়া হ‌য়ে‌ছে। নদের গ্রা‌সে বিলী‌নের অপেক্ষায় ৬ নং ওয়া‌র্ডের ভগবতীপুর ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিক। 

চেয়ারম‌্যান ব‌লেন, ব্রহ্মপু‌ত্রে যেভা‌বে ভাঙন শুরু হ‌য়ে‌ছে তা‌তে মানুষ ভি‌টেমা‌টি হা‌রিয়ে নিঃস্ব হ‌য়ে যা‌চ্ছে। ভাঙন না থাম‌লে আরো অগ‌ণিত বস‌তি ন‌দের গ‌র্ভে চ‌লে যা‌বে। ভাঙ‌নের কিনা‌রে দাঁ‌ড়ি‌য়ে থাকা ভগবতীপুর ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিক‌টি ন‌দের গ‌র্ভে বিলীন হওয়ার অপেক্ষায়। ক্লি‌নি‌কের পাকা ভবন‌টি নিলাম প্রক্রিয়া শুরু হ‌লেও আইনি জ‌টিলতায় তা সম্পন্ন হয়‌নি।

বসত‌ভিটা হারা‌নো প‌রিবারগু‌লোর পুনর্বাসনের ব‌্যবস্থা প্রস‌ঙ্গে চেয়ারম‌্যান ব‌লেন, আমরা ক্ষ‌তিগ্রস্থ প‌রিবা‌রের তা‌লিকা প্রস্তুত ক‌রে‌ছি। দুই এক দি‌নের ম‌ধ্যে উপ‌জেলা প্রশাস‌নে জমা দেয়া হ‌বে।

কু‌ড়িগ্রাম সদর উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা‌ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম ব‌লেন, দেড় মা‌স ধ‌রে চেষ্টা ক‌রেও ভগবতীপুর ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিক‌টি রক্ষা করা গে‌লো না। ক্লি‌নিকসহ স্থান‌টি রক্ষায় বালুভ‌র্তি প্রায় চার হাজার জিও ব‌্যাগ ফেলা হ‌লেও শে‌ষ রক্ষা হ‌চ্ছে না। আবার ক‌বে ওই চ‌রের মানুষ ক্লি‌নিক ভবন পা‌বে তা বলা মুশ‌কিল। আপাতত ক্লি‌নিক সা‌পোর্ট গ্রু‌পের সভাপ‌তির বা‌ড়ি‌তে ক্লি‌নি‌কের সব সরঞ্জাম স‌রি‌য়ে নেয়া হ‌য়ে‌ছে। স্থানীয়রা সেখান থে‌কে স্বাস্থ‌্য সেবা নি‌তে পা‌রবেন।

উলিপুর উপ‌জেলার বেগমগঞ্জ ইউ‌নিয়‌নেও ব্রহ্মপু‌ত্রের ভাঙন অব‌্যাহত র‌য়ে‌ছে। ভাঙ‌নে বিলীন হ‌চ্ছে ইউ‌নিয়‌নের একের পর এক বস‌তি, স্থাপনা ও আবা‌দি জ‌মি। 

পা‌নি উন্নয়ন বোর্ডের কু‌ড়িগ্রা‌মের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন দৈনিক শিক্ষাডটকমকে ব‌লেন, উজা‌নের ঢ‌লে ব্রহ্মপু‌ত্রে পা‌নি বাড়‌ছে। ত‌বে মাত্রা কম। চরাঞ্চ‌লে কিছু ভাঙন র‌য়ে‌ছে। ভগবতীপু‌রে চ‌রের ভাঙন প্রতি‌রো‌ধে অস্থায়ী কার্যক্রমের জন‌্য প্রায় সা‌ড়ে ৭ কো‌টি টাকার প্রকল্প প্রস্তাব পাঠা‌নো হ‌য়ে‌ছে। ত‌বে সেখা‌নে ওই মূল‌্যমানের স্থাপনা ও সম্পদ নেই। আমরা কিছু অস্থায়ী প্রতি‌রোধমূলক কাজ ক‌রে‌ছিলাম। খোঁজ নি‌য়ে দে‌খি এখন কী অবস্থা।

ভুইফোঁড় শিক্ষক সমিতি নেতাদের এমপিও বাতিল হতে পারে - dainik shiksha ভুইফোঁড় শিক্ষক সমিতি নেতাদের এমপিও বাতিল হতে পারে শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ - dainik shiksha শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ ঢাকা শিক্ষা বোর্ডের জাপান টিকিট ৩০ লাখ! - dainik shiksha ঢাকা শিক্ষা বোর্ডের জাপান টিকিট ৩০ লাখ! যৌন হয়রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি - dainik shiksha যৌন হয়রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি জাল সনদধারী শিক্ষকের এমপিও বাতিল - dainik shiksha জাল সনদধারী শিক্ষকের এমপিও বাতিল অভিযুক্ত শিক্ষা সাংবাদিকদের পক্ষে জোর তদবির - dainik shiksha অভিযুক্ত শিক্ষা সাংবাদিকদের পক্ষে জোর তদবির কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে যৌ*ন হয়*রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি - dainik shiksha যৌ*ন হয়*রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি - dainik shiksha ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি please click here to view dainikshiksha website Execution time: 0.003817081451416