লাতিন আমেরিকার প্রখ্যাত ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়ার’ প্রতিষ্ঠার বিষয়ে সম্মত হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বঙ্গবন্ধুর লেখা গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ ব্রাজিলীয় পর্তুগিজ ভাষায় অনুবাদ করবেন এবং নিজস্ব প্রেসে তা মুদ্রিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
সম্প্রতি ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জুলফিকার রহমানের সঙ্গে ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়ের রেক্টর (উপাচার্য) ড. মার্সিয়া আবরাও মৌরার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এ দুটি উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ল্যাটিন আমেরিকায় বাংলাদেশ ব্র্যান্ডিং আরো এগিয়ে যাবে বলে আশা করা যায়।
ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ারের আওতায় মূলত বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও তাঁর অর্জন নিয়ে গবেষণা করা হবে। বঙ্গবন্ধুর নেতৃত্ব, বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন ও সদ্যস্বাধীন বাংলাদেশকে বিশ্বসভায় প্রতিষ্ঠা করার কাজে বঙ্গবন্ধুর নেতৃত্ব নিয়েও তারা কাজ করবে।