ব‌রিশা‌লের শিক্ষক নেতা ম‌জিবর আর নেই | সমিতি সংবাদ নিউজ

ব‌রিশা‌লের শিক্ষক নেতা ম‌জিবর আর নেই

ব‌রিশাল শিক্ষক স‌মি‌তি ফেডা‌রেশ‌নের সা‌বেক সাধারণ সম্পাদক ম‌জিবর রহমান আর নেই। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টায় তিনি মারা গেছেন (ইন্না লিল্লা‌হে....রা‌জেউন)। মৃত্যুকালে তার বয়স হ‌য়ে‌ছিল ৭৫ বছর।

ব‌রিশাল শিক্ষক স‌মি‌তি ফেডা‌রেশ‌নের সা‌বেক সাধারণ সম্পাদক ম‌জিবর রহমান আর নেই। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টায় তিনি মারা গেছেন (ইন্না লিল্লা‌হে....রা‌জেউন)। মৃত্যুকালে তার বয়স হ‌য়ে‌ছিল ৭৫ বছর।

ব‌রিশা‌লের শিক্ষক নেতা ম‌জিবর আর নেই
শিক্ষক নেতা মজিবর রহমান | ছবি : ব‌রিশাল প্র‌তি‌নি‌ধি

মজিবর রহমান কর্মজীবনে জগ‌দ্বিশ সারস্বত বা‌লিকা বিদ্যালয় ও কাউনিয়া বা‌লিকা বিদ্যাল‌য়ে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষাদান করেছেন।

মৃত্যুকালে এক ছে‌লে ও এক মে‌য়েসহ অসংখ্য গুণগ্রাহী রে‌খে গে‌ছেন তিনি। তার মৃত্যু সংবাদ ছড়ি‌য়ে পড়লে নগরী‌র রায় রোডস্থ বাসভব‌নে শিক্ষক নেতারা ছু‌টে আসেন।

এদিকে তার মৃত্যু‌তে গভীর শোক প্রকাশ ক‌রে‌ছে শিক্ষক সংগঠনগু‌লো।