ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং হাসপাতালে ভর্তি | বিবিধ নিউজ

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং হাসপাতালে ভর্তি

দুর্গাপূজার মহাষ্টমীর দিন সন্ধ্যায় নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস- এইমস-এ ভর্তি করা হলো ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। উননব্বই বছরের মনমোহন ক'দিন আগে জ্বরে আক্রান্ত হয়েছিলেন।

দুর্গাপূজার মহাষ্টমীর দিন সন্ধ্যায় নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস- এইমস-এ ভর্তি করা হলো ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। উননব্বই বছরের মনমোহন ক'দিন আগে জ্বরে আক্রান্ত হয়েছিলেন।

কিন্তু, জ্বর কমলেও তিনি প্রবলভাবে দুর্বলতা অনুভব করছেন। শরীরে কার্যত কোনো জোর নেই। অবস্থা দেখে প্রাক্তন প্রধানমন্ত্রীকে  হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখযোগ্য, গত এপ্রিলে মনমোহন করোনা আক্রান্ত হন। তার দুটি ভ্যাকসিন নেয়া  হয়ে গেছে। নতুন করে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

এইমস-এর চিকিৎসকরা জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী এখন স্থিতিশীল।