ভারতে ভর্তি হলে শিক্ষার্থীর অভিভাবক পাবে ৩ বছরের ভিসা - দৈনিকশিক্ষা

ভারতে ভর্তি হলে শিক্ষার্থীর অভিভাবক পাবে ৩ বছরের ভিসা

নিজস্ব প্রতিবেদক |

ভারতের কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলে শিক্ষার্থীর সঙ্গে তাদের মা-বাবাকেও তিন বছরের ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

তিনি বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক ঢাকা সফরের সময় স্বাক্ষরিত সংশোধিত ট্র্যাভেল অ্যারেঞ্জমেন্টে স্টুডেন্ট ভিসার নিয়মও শিথিল করা হয়েছে।

বুধবার ঢাকার খামারবাড়ির কেআইবি কনভেনশন হলে ভারতীয় শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “ভর্তি হলেই তারা সঙ্গে সঙ্গে কমপক্ষে তিন বছরের ভিসা পাবে।”

হাই কমিশনার বলেন, তার দেশ প্রতিবেশী দুই রাষ্ট্রের জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আসছে। ২০১৭ সালে ভারত ১৪ লাখের বেশি ভিসা দিয়েছে, যা আগের বছরের দ্বিগুণ।

বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার উৎসাহ দিয়ে শ্রিংলা বলেন, উচ্চ শিক্ষার জন্য ভারত এখন একটি আকর্ষণীয় গন্তব্য।

“ভারতে রয়েছে আটশ বিশ্ববিদ্যালয় এবং ৩৮ হাজার কলেজ; ইংরেজি ভাষাভাষী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে ভারত দিচ্ছে আধুনিক সুবিধাসহ বিশ্বমানের উচ্চশিক্ষার সুযোগ।”

তিনি বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতে পড়তে গেলে বেশ কিছু সুবিধা পাবেন। সাংস্কৃতিক মিল, দুই দেশের মধ্যে দূরত্ব, ভাষাগত মিল, প্রায় একই ধরনের খাদ্যাভাস, উন্নত যোগাযোগ এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী শিক্ষাব্যয় এর অন্যতম।

এছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভারত বিভিন্ন পর্যায়ে বৃত্তির সুযোগ দিয়ে আসছে। ভারতের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের নেওয়া ‘স্টাডি ইন ইন্ডিয়া’ কার্যক্রম এরকমই একটি নতুন উদ্যোগ।

এর আওতায় ভারতের সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছেন ১৯ হাজার শিক্ষার্থী। এর মধ্যে নয় হাজার পাঁচশ শিক্ষার্থীর জন্য রয়েছে বৃত্তি অথবা কম টিউশন ফিতে পড়ার সুযোগ।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আইসিসিআর প্রোগ্রামের আওতায় দুইশ বৃত্তিমূলক শিক্ষার সুযোগও দিচ্ছে ভারত সরকার।

ভারতের প্রায় অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠান দুই দিনের এই শিক্ষা মেলায় অংশ নিচ্ছে। মেলায় আসা শিক্ষার্থী ও অভিভাবকরা ভারতে পড়ার খরচ ও সুযোগ সুবিধা সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে ভর্তি ও বৃত্তির সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বলে জানিয়েছেন মেলার আয়োজক প্রতিষ্ঠান এসএপিই ইভেন্টস অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেডের কর্মকর্তারা।

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0033249855041504