ভারতে মহানবীকে কটূক্তির প্রতিবাদে জবিতে বিক্ষোভ | বিশ্ববিদ্যালয় নিউজ

ভারতে মহানবীকে কটূক্তির প্রতিবাদে জবিতে বিক্ষোভ

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার এ মিছিল শুরু করেন তারা।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার এ মিছিল শুরু করেন তারা।

ভারতে মহানবীকে কটূক্তির প্রতিবাদে জবিতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এরপর ভিক্টোরিয়া পার্ক হয়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ঘুরে ভাস্কর্য চত্বরে এসে শেষ হয় মিছিলটি। এ সময় শিক্ষার্থীরা 'বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান', নারায়ে তাকবীর, আল্লাহু আকবার', বিজেপির দালালেরা হুঁশিয়ার, সাবধানসহ নানা শ্লোগান দেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ভারতের একজন আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেছে। আমরা এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যকে ধিক্কার জানাই। যারা নবী  ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে আমরা তার প্রতিবাদ জানাই। আগামীতেও বাংলাদেশের ভেতরে ও বাইরে যারা এ ধরনের কটূক্তি করবে আমরা তাদের প্রতিহত করবো। অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই, সরকার রাষ্ট্রীয়ভাবে এর নিন্দা জানায়। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাদের নাগিব বলেন, ভারতে আমাদের নবীকে নিয়ে যে কটূক্তি করার দুঃসাহস দেখিয়েছে তা সারাবিশ্বের মুসলমানদের হৃদয়কে তারা রক্তাক্ত করেছে। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, বিজিপি সরকারের পক্ষ থেকে যদি কোন পদক্ষেপ না নেয় তবে আমরা ভারতের দূতাবাস ঘেরাও করবো। এরপর সারাদেশে প্রতিবাদের ভাষা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ।