ভার্চুয়ালি সব কোর্ট খুললে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে : প্রধান বিচারপতি | বিবিধ নিউজ

ভার্চুয়ালি সব কোর্ট খুললে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে : প্রধান বিচারপতি

দেশের করোনা মহামারি পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বেঞ্চ ভার্চুয়ালি খুলে দেয়া হলে এ ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়বে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

দেশের করোনা মহামারি পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বেঞ্চ ভার্চুয়ালি খুলে দেয়া হলে এ ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়বে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আরও পড়ুন : দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন

রোববার (২মে) আপিল বিভাগে একটি মামলার শুনানির সময় এমন আশঙ্কার কথা জানান তিনি।

তিনি বলেন, কোর্ট খুললে প্রতিদিন অন্তত তিন হাজার লোকের সমাগম হবে এখানে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে। 

প্রধান বিচারপতি আরও বলেন, ‘ঢাকা জজ কোর্টে দেখলাম হাজার হাজার লোক। একজনের শরীরের সঙ্গে আরেকজন লেগে আছেন। আমার কাছে এ সংক্রান্ত ভিডিও এখনও আছে। আমরা কি করব? আমরা যদি এখানেও ভার্চুয়ালি সব কোর্ট ওপেন করি, আমাদের এখানেও অন্তত ডেইলি তিন হাজার লোকের সমাগম হবে। আমাদের কোর্টের ভেতরে জায়গা হয় না। মানুষ এসে ঈদগাঁ মাঠে, কোর্টের বিভিন্ন জায়গায় বসে থাকে।’এজন্য লোক সমাগম বাড়লে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

দৈনিক শিক্ষা পরিবারের নতুন সদস্য ‘দৈনিক আমাদের বার্তা’

এ সময় আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, ‘গতকাল ভরতের সুপ্রিম কোর্টে করোনায় একদিনে তিনজন অ্যাডভোকেট অন রেকর্ড মারা গেছেন।’

প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, ‘আমরা এখন কি করব? এখন যদি সব কোর্ট ভার্চুয়ালি ওপেন করি অন্তত প্রতিদিন তিন হাজার লোক আসবে। আমরা তো চাই কোর্ট চলুক। মানুষের আরজেন্সি আছে। জরুরি বিষয়গুলো অবশ্যই শুনবো।’