ভিকারুননিসায় একের পর এক নিয়োগ পরীক্ষা নিয়ে অভিভাবকদের প্রশ্ন - দৈনিকশিক্ষা

ভিকারুননিসায় একের পর এক নিয়োগ পরীক্ষা নিয়ে অভিভাবকদের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক |

ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজে একের পর এক নিয়োগ পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকদের একাংশ। নিয়োগ পরীক্ষা থেকে পাওয়া টাকা বেসরকারি প্রতিষ্ঠানটিতে সরকারিভাবে প্রেষণে নিয়োগ পাওয়া অধ্যক্ষ কামরুন নাহার হাতিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। একই সাথে সরকারি নির্দেশনা ভেঙে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে। একইসাথে অধ্যক্ষ কামরুন নাহারের অপসারণ দাবি করা হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করা অভিভাবক নেতা আনিসুর রহমান আনিস। সাধারণ অভিভাবকবৃন্দ-এর ব্যানারে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনিসুর রহমান আনিস বলেন, করোনা মহামারির পর সরকার যখন সংক্ষিপ্তভাবে শিক্ষার্থীদের ক্লাসে ফেরাচ্ছে তখন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার একের পর এক নিয়োগ পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের ঝুঁকিতে ফেলছেন। সরকার একেক দিন একেক শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসে আসার নির্দেশনা দিয়েছেন। কিন্তু গত কয়েক মাসে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান দশটি নিয়োগ পরীক্ষা নিয়েছেন। এসব নিয়োগ পরীক্ষায় প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দিয়ে কাজ করানো হলেও তাদের যথাযথভাবে সম্মানী দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তুলেছেন তিনি।

লিখিত বক্তব্যে গত সেপ্টেম্বর মাস থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নেওয়া বেশ কয়েকটি নিয়োগ পরীক্ষা ও প্রার্থীদের সংখ্যা তুলে ধরা হয়। অভিভাবকদের অভিযোগ গত ১৮ সেপ্টেম্বর এনএসআইয়ের সাড়ে চার হাজার প্রার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটিতে। ২৪ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাড়ে পাঁচ হাজার প্রার্থী, ১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের সাড়ে পাঁচ হাজার প্রার্থী, ৮ অক্টোবর এনএসআইয়ের সাড়ে পাঁচ হাজার প্রার্থী, ২২ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাড়ে পাঁচ হাজার প্রার্থী, ২৩ অক্টোবর ঢাবির ঘ-ইউনিটের সাড়ে পাঁচ হাজার প্রার্থী, ২৯ অক্টোবর বিসিএসের সাড়ে ৫ হাজার প্রার্থী, একইদিন বিকেলে ইইডির সাড়ে পাঁচ হাজার প্রার্থী, ৫ নভেম্বর ডিপিডিসির সাড়ে ৫ হাজার প্রার্থী, একই দিন বিকেলে ইইডির সাড়ে পাঁচ হাজার প্রার্থী, ৬ নভেম্বর সাত কলেজের ভর্তি পরীক্ষার সাড়ে পাঁচ হাজার প্রার্থী, ১২ নভেম্বর ইইডির সাড়ে ৫ হাজার প্রার্থী এবং ১৩ নভেম্বর সাত কলেজের ভর্তি পরীক্ষার প্রায় সাড়ে পাঁচ হাজার প্রার্থী প্রতিষ্ঠানটিতে পরীক্ষা দিয়েছে বলে জানানো হয় লিখিত বক্তব্যে।

লিখিত বক্তব্যে বলা হয়, এসব নিয়োগ পরীক্ষার জন্য অধ্যক্ষ টাকা নেন। কিন্তু সে টাকার হিসাব গভর্নিং বডিতে দেওয়া হয় না। টাকা প্রতিষ্ঠান ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা হয় না। অভিভাবকরা অভিযোগ তোলেন, এসব নিয়োগ পরীক্ষা থেকে পাওয়া সিংহভাগ টাকা অধ্যক্ষ নিজে আত্মসাৎ করেন। প্রতিষ্ঠানটি মূল ব্রাঞ্চের দিবা শাখার প্রধান শাহ আলম এসব নিয়োগ পরীক্ষার জন্য ২২ থেকে ২৫ হাজার টাকা নেন। সাধারণ শিক্ষকদের ১ হাজার টাকা ও কর্মচারীদের ৪০০ টাকা দেওয়া হয়। গত জুন মাসে অবসরে যাওয়া অধ্যক্ষের পিএ দিলরুবা খাতুন এখনো কর্মরত থেকে এসব টাকা আত্মসাতে অধ্যক্ষকে সহযোগিতা করছেন বলেও অভিযোগ তোলা হয়।

অভিভাবকরা আরও অভিযোগ করেন, মূল ব্রাঞ্চের জুনিয়র শাখার সহকারী শিক্ষক সামিয়া পারভিন এবং আজিমপুরের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক নাইমুর নাহার প্রতিষ্ঠান কাছ থেকে সহকারী প্রধান শিক্ষকের বেতন এবং শাখা প্রধানের সম্মানী বাবদ অতিরিক্ত নয় হাজার টাকা আদায় করছেন। একই পদে থেকে তারা এ টাকা আদায় করতে পারেন না বলে অভিযোগ তোলা হয় সংবাদ সম্মেলনে।

অভিভাবকরা প্রতিষ্ঠানটির পার্কিং নিয়ে প্রশ্ন তোলেন। তারা বলেন অবৈধভাবে পার্কিং ভাড়া দিয়ে সেটাকা অধ্যক্ষ নিজে আত্মসাৎ করেছেন। অভিভাবকরা আরও অভিযোগ করেন সরকার যখন শিক্ষার্থীদের ফি মওকুফের নির্দেশনা দিয়েছে তখন অধ্যক্ষের পরিচিত কয়েকজনের ফি মওকুফ করা হয়েছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন জমা নেওয়া হয়নি। সাধারণ শিক্ষার্থীরা আবেদন নিয়ে এখনও অধ্যক্ষের দ্বারে দ্বারে ঘুরছেন। সরকারি নির্দেশনা না মেনে অধ্যক্ষ ৩ হাজার টিউশন ফি নির্ধারণ করেছেন। এসব অভিযোগ তুলে অধ্যক্ষের অপসারণ দাবি করা হয় সংবাদ সম্মেলনে।

স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের - dainik shiksha স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ - dainik shiksha ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত - dainik shiksha টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0036489963531494