ভিকারুননিসার ধানমন্ডি দিবা শাখায় ভর্তি লটারি সম্পন্ন - দৈনিকশিক্ষা

ভিকারুননিসার ধানমন্ডি দিবা শাখায় ভর্তি লটারি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক |

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের ধানমন্ডি দিবা শাখায় প্রথম শ্রেণিতে ৮০ জন ভর্তি লটারিতে নির্বাচিত হয়েছে। আজ রোববার (১০ ডিসেম্বর) সকালে স্কুলের অডিটোরিয়ামে লটারি কার্যক্রম শুরু হয়েছে। প্রথমে ধানমন্ডির শাখার প্রভাতী ও পরে দিবা শাখায় প্রথম শ্রেণির ভর্তি লটারি অনুষ্ঠিত হয়।

স্কুল সূত্রে জানা গেছে, ভিকারুননিসা নূন স্কুলে ধানমন্ডি দিবা শাখায় প্রথম শ্রেণির ৮০টি শূন্য আসন ঘোষণা করা হয়। তার মধ্যে সাধারণ কোটায় ১৬২টি, সেবা অঞ্চল বা এরিয়া কোটায় ১৫০টি, বোনের কোটায় ৩৪টি, মুক্তিযোদ্ধা কোটায় ১৭টি, প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী সন্তান কোটায় ২টি ভর্তি আবেদন চূড়ান্ত করা হয়।

এ ছাড়াও আবেদন অসম্পূর্ণ হওয়ায় ১২টি, আবেদন একাধিক হওয়ায় ২২টি এবং অনলাইন আবেদন সম্পন্ন করার পর মূল কপি জমা না দেয়ায় ৫৬টি আবেদন বাতিল করা হয়েছে।

এসব আবেদনের মধ্যে আজ লটারির মাধ্যমে সাধারণ কোটায় ৪ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮ জন, বোনের কোটায় ৮ জন, সেবা অঞ্চল কোটায় ৩২ জন ও সাধারণ কোটায় ৩৪ জনকে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।

পাশাপাশি এই প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর সন্তান কোটায় ২ জন শিশু ভর্তির জন্য মনোনীত হয়েছে। মোট আসনের ৭ শতাংশ আসন অর্থাৎ ৬ জনকে লটারির মধ্যেমে অপেক্ষমান রাখা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ ভর্তি না হলে অপেক্ষামান শিশুরা ভর্তির সুযোগ পাবে।

ভর্তি সংক্রান্ত বিষয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন রহমান (ভারপ্রাপ্ত) বলেন, আজ সকাল থেকে ধানমন্ডি প্রভাতী শাখার প্রথম শ্রেণির ভর্তি লটাারি আয়োজন করা হয়েছে। প্রথমে প্রভাতী এবং পরে দিবা শাখার লটারী কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি বলেন, সরকারি প্রতিনিধির ও অভিভাবকদের উপস্থিতিতে সুষ্ঠুভাবে এ লটারি কার্যক্রম চলছে। ভিকারুননিসা নূন স্কুলের চারটি শাখার আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত প্রথম শ্রেণির লটারি কার্যক্রম চলবে।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর ভর্তি আবেদন শুরু হয় ভিকারুননিসা নূন স্কুলে। অনলাইন আবেদন চলে ১ নভেম্বর পর্যন্ত। গত ১৬ অক্টোবর ভর্তি সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল কর্তৃপক্ষ। এ ছাড়াও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করার পর ২য় থেকে ৮ম শ্রেণির আসন সংখ্যা ঘোষণা করে এ স্তরে ভর্তি শুরু হবে।

আপিলে যাবে না শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিকে বৃহস্পতিবারও ছুটি - dainik shiksha আপিলে যাবে না শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিকে বৃহস্পতিবারও ছুটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত শিক্ষার্থীদের শাস্তি কোনো সমাধান নয় - dainik shiksha শিক্ষার্থীদের শাস্তি কোনো সমাধান নয় হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় - dainik shiksha হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে সেশনজটের শঙ্কা বুয়েটে - dainik shiksha সেশনজটের শঙ্কা বুয়েটে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে মাধ্যমিক প্রজন্মের উপার্জন কমবে ৩১ বিলিয়ন পাউন্ড - dainik shiksha মাধ্যমিক প্রজন্মের উপার্জন কমবে ৩১ বিলিয়ন পাউন্ড ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি - dainik shiksha ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ - dainik shiksha শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি - dainik shiksha সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0042829513549805