ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় গভর্নিং বডির (জিবি) শিক্ষক প্রতিনিধির পদ থেকে ফাতেমা জোহরা হককে অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। গতকাল মঙ্গলবার বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ গভর্নিং বডির সভাপতির কাছে এসংক্রান্ত চিঠি দিয়েছেন।
চিঠিতে বলা হয়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষায় অবৈধভাবে খাতা মূল্যায়নকারী শিক্ষক ফাতেমা জোহরা হক কর্তৃক খাতায় নম্বর বাড়ানোর অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই তাঁর গভর্নিং বডির সদস্য পদ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
জানা যায়, গত ৭ নভেম্বর প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা ও হিসাবরক্ষণ কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার খাতা মূল্যায়নের সময় শিক্ষক প্রতিনিধি ফাতেমা জোহরা হক দুজন প্রার্থীর নম্বর বাড়িয়ে দেন। এসংক্রান্ত অভিযোগ তদন্তে অনিয়মের বিষয়টি প্রমাণিত হয়।