ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু - দৈনিকশিক্ষা

ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক |

রাজধানীর ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সব শাখায় বাংলা ও ইংরেজি ভার্সনে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন অনলাইনে গ্রহণ করা হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কেন্দ্রীয় ভর্তি প্রক্রিয়ার নির্ধারিত লিংকে (http://gsa.teletalk.com.bd) প্রবেশ করে শিক্ষার্থী ও অভিভাবকদের আবেদন করতে হবে। আজ বুধবার (১৬ নভেম্বর) থেকে ভর্তির অনলাইন আবেদন শুরু। আর আগামী ১৩ ডিসেম্বর প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী ভর্তির লটারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। 

জানা গেছে, ১৬ নভেম্বর বেলা ১১টা থেকে ৬ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত ভর্তির অনলাইন আবেদন করা যাবে। শিক্ষার্থীদের আবেদন ফি দিতে হবে ১১০ টাকা। টেলিটকের প্রিপেইড মোবাইল থেকে এ টাকা জমা দিতে হবে। ১৩ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কামরুন নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে সব শাখায় বাংলা ও ইংরেজি ভার্সনে (প্রভাতী ও দিবা শাখা) শিক্ষার্থীদের ভর্তির জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দেয়া ওয়েবসাইট ঠিকানায় আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে আবেদনকৃত ছাত্রীদের থেকে অধিদপ্তরের ডিজিটাল লটারি পদ্ধতিতে ভর্তির জন্য নির্বাচন করা হবে। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বেসরকারি স্কুলে ভর্তির আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান সংলগ্ন কমপক্ষে একটি এবং সর্বোচ্চ ৩টি থানা ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করা যাবে। এছাড়াও প্রার্থীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনের সময় মহানগর পর্যায়ের জন্য বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলা সদরের সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবে। প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় বা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না।

নির্ধারিত ওয়েবসাইটে (http://gsa.teletalk.com.bd) প্রবেশ করে স্কুলের ভর্তির অনলাইন আবেদন করা যাবে। পরে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি দেয়া যাবে। অনলাইনে ১৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত স্কুলে ভর্তির আবেদন অনলাইনে করা যাবে। অনলাইনে আবেদন  সাবমিট করলে প্রার্থীরা ইউজার আইডি পাবেন। ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড নম্বরে মধ্যেমে এসএমএসে ফি দেয়া যাবে। ৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ফি জমা দেয়া যাবে।

নির্ধারিত ওয়েবসাইট (http://gsa.teletalk.com.bd) ব্রাউজ করে আবেদনপত্র পূরণ ও সাবমিট করতে হবে। অনলাইনে আবেদনপত্রের নির্দেশনা মতে প্রার্থী তার সব তথ্য পূরণ করবেন। যেসব প্রার্থী বিভিন্ন কোটায় আবেদন করবেন তাদের কোটার বিষয়টি অবশ্যই উল্লেখ করতে হবে। তা না হলেও কোটা বিবেচনা করা সম্ভব হবে না। আবেদন পত্রে প্রার্থীদের রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৩০০ পিক্সেল) স্ক্যান করে জেপিইজি ফরমেটে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। নির্ভুলভাবে আবেদন সম্পন্ন হলেও ইউজার আইডি ও ছবিসহ অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন। অনলাই আবেদনের প্রিন্ট বা ডাউনলোড কপি ভর্তি সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। 

আবেদন সাবমিট করে প্রার্থীদের পাওয়া ইউজার আইডি দিয়ে টেলিটকের প্রিপেইড নম্বর থেকে দুইটি এসএমএস পাঠিয়ে আবেদন ফি জমা দিতে হবে। এজন্য প্রথমে মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে GSA লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নামসহ একটি পিন নম্বর পাওয়া যাবে। যা দিয়ে দ্বিতীয় এসএমএস করতে হবে। দ্বিতীয় এসএমএস পাঠাতে ম্যাসজে অপশনে গিয়ে GSA লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। আবেদনের সব অংশ পূরণ করে জমা দিলেও ফি জমা না দেয়া পর্যন্ত আবেদন গৃহীত হবে না। ইউজার আইডি বা পিন ভুলে গেলে তা এসএমএসের মাধ্যমে পুনরুদ্ধার করা যাবে। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।

স্কুল-কলেজ শিক্ষকদের নভেম্বর মাসের এমপিওর চেক ব্যাংকে - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের নভেম্বর মাসের এমপিওর চেক ব্যাংকে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৩ হাজার ১৪০ - dainik shiksha ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৩ হাজার ১৪০ জবির প্রথম নারী উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম - dainik shiksha জবির প্রথম নারী উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম মাদরাসা শিক্ষকদের নভেম্বর মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha মাদরাসা শিক্ষকদের নভেম্বর মাসের এমপিওর চেক ছাড় মুজিব নিয়েছিলেন গান্ধীর পথ: কিসিঞ্জার - dainik shiksha মুজিব নিয়েছিলেন গান্ধীর পথ: কিসিঞ্জার ডিআরইউর নতুন সভাপতি শুভ সম্পাদক মহিউদ্দিন - dainik shiksha ডিআরইউর নতুন সভাপতি শুভ সম্পাদক মহিউদ্দিন শিক্ষা ক্যাডারে আত্তীকৃত ১৬২ জনের চাকরি স্থায়ী হলো - dainik shiksha শিক্ষা ক্যাডারে আত্তীকৃত ১৬২ জনের চাকরি স্থায়ী হলো please click here to view dainikshiksha website Execution time: 0.006403923034668