ভিসি নিয়োগ দাবিতে প্রধান ফটকে তালা বিক্ষোভ - Dainikshiksha

ভিসি নিয়োগ দাবিতে প্রধান ফটকে তালা বিক্ষোভ

খুলনা প্রতিনিধি |

ভিসি নিয়োগের দাবিতে খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ প্রদর্শন করছেন। সোমবার (১৩ই ফেব্রুয়ারি) তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকে তালা লাগিয়ে রেজিস্টারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এর আগে বেলা ১১টা থেকে তারা তেঁতুলতলা ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার চার বছর পার হলেও স্থায়ী কোন উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি। যে কারণে শিক্ষার্থীরা সনদ পাচ্ছেন না। এতে করে তারা নানা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। কর্তৃপক্ষের কাছে বারবার স্থায়ী উপাচার্য নিয়োগের দাবি জানানো হলেও তারা সময়ক্ষেপণ করছেন। এতে সমস্যা আরও বাড়ছে।

এ কারণে তারা সোমবার থেকে নগরীর গোবরচাকা সংলগ্ন তেঁতুলতলা ক্যাম্পাস (ইঞ্জিনিয়ারিং বিভাগ) থেকে আন্দোলন শুরু করেন। ওই ক্যাম্পাস তালাবদ্ধ করে তারা সোনাডাঙ্গা ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তবে সোমবার বিকেল ৪টায় রেজিস্ট্রার শহীদুল ইসলাম আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। বিশ্ববিদ্যালয়ের সোনাডাঙ্গা ক্যাম্পাসের ছাত্র বিষয়ক পরিচালক উবায়দুল্লাহ রিপন শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়টি স্বীকার করে বলেন, অনাকাঙ্খিত জটিলতার কারণে উপাচার্য নিয়োগে কিছুটা বিলম্ব হচ্ছে।

উপাচার্য নিয়োগের প্যানেল বর্তমানে প্রধানমন্ত্রী’র কার্যালয়ে রয়েছে। এক সপ্তাহ অথবা ১০ দিনের মধ্যেই নিয়োগ চূড়ান্ত হবে বলে আশা করছেন তিনি।

সোনাডাঙ্গা মডেল থানার সেকেন্ড অফিসার মো. ইবরাহিম হোসেন সোহেল বলেন, শিক্ষার্থীরা ক্যাম্পাসের গেটে তালা দিয়ে ভেতরে শান্তিপূর্ণ বিক্ষোভ করছেন। কোন অপ্রীতিকর ঘটনা তারা ঘটেনি। কর্তৃপক্ষও এ ধরণের কোন আশংকার কথা জানায়নি। যে কারণে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ফিরে এসেছে।

উল্লেখ্য, নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের খুলনা ক্যাম্পাসে ৩ হাজার শিক্ষার্থী রয়েছে।

আপিলে যাবে না শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিকে বৃহস্পতিবারও ছুটি - dainik shiksha আপিলে যাবে না শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিকে বৃহস্পতিবারও ছুটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত শিক্ষার্থীদের শাস্তি কোনো সমাধান নয় - dainik shiksha শিক্ষার্থীদের শাস্তি কোনো সমাধান নয় হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় - dainik shiksha হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে সেশনজটের শঙ্কা বুয়েটে - dainik shiksha সেশনজটের শঙ্কা বুয়েটে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে মাধ্যমিক প্রজন্মের উপার্জন কমবে ৩১ বিলিয়ন পাউন্ড - dainik shiksha মাধ্যমিক প্রজন্মের উপার্জন কমবে ৩১ বিলিয়ন পাউন্ড ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি - dainik shiksha ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ - dainik shiksha শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি - dainik shiksha সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0037450790405273