ভুলে ভরা এনটিআরসিএর সুপারিশ, ভুক্তভোগীদের ক্ষোভ | শিক্ষক নিবন্ধন নিউজ

ভুলে ভরা এনটিআরসিএর সুপারিশ, ভুক্তভোগীদের ক্ষোভ

সম্প্রতি বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের ৫৪ হাজারের বেশি শিক্ষক পদে নিয়োগে গণবিজ্ঞপ্তির আলোকে ৩৮ হাজার ২৮৬ জন নিবন্ধিত প্রার্থীকে নিয়োগ সুপারিশ করেছে এনটিআরসিএ।

সম্প্রতি বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের ৫৪ হাজারের বেশি শিক্ষক পদে নিয়োগে গণবিজ্ঞপ্তির আলোকে ৩৮ হাজার ২৮৬ জন নিবন্ধিত প্রার্থীকে নিয়োগ সুপারিশ করেছে এনটিআরসিএ। এ নিয়োগ প্রক্রিয়ায় নানা অসঙ্গতির অভিযোগ তুলেছেন প্রার্থীরা। প্রার্থীদের অনেকে বলছেন, তারা নিয়োগ সুপারিশ না পেলেও মেধাতালিকায় তাদের পেছনে থাকা প্রার্থীরা সুপারিশ পেয়েছেন। কেন এ জটিলতা তা জানতে চাচ্ছেন তারা। প্রার্থীদের কেউ কেউ আশঙ্কা করছেন নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করে পেছনের প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা হয়েছে। অভিযোগকারী প্রার্থীরা তাদের অভিযোগগুলো আমলে নিয়ে জটিলতা নিরসনের দাবি জানিয়েছে। বিস্তারিত ভিডিওতে। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।