এনএসইউয়ের আলোচনাভুল তথ্য প্রতিরোধে সমন্বিত প্রচেষ্টার আহ্বান

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) 'বিদ্বেষমূলক বক্তব্য ও ভুল তথ্য মোকাবেলায় সাংবাদিকতা শিক্ষার ভূমিকা' শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশনস অফিস (পিআরও) এবং মিডিয়া অ্যান্ড জার্নালিজমের (এমএজে) যৌথ আয়োজনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা, বিদ্বেষমূলক বক্তব্য ও ভুল তথ্য প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে চেষ্টা করার আহ্বান জানান। 

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে নেপালের ইউনেস্কোর প্রতিনিধি ও অফিস প্রধান মাইকেল ক্রফট এবং ইউনেস্কো ঢাকা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. সুসান মারি ভিজসহ অতিথিরা উপস্থিত ছিলেন। 

আলোচনায় বক্তারা ঘৃণা, অসহিষ্ণুতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর আক্রমণ মোকাবিলায় সংশ্লিষ্ট সব স্টকহোল্ডারদের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা শান্তি ও টেকসই উন্নয়নের জন্য সাধারণ জ্ঞানের দৃষ্টিভঙ্গির সঙ্গে সমালোচনামূলক চিন্তাভাবনার ভারসাম্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

মাইকেল ক্রফট বিদ্বেষমূলক বক্তব্য এবং ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করার জন্য মিডিয়া শিক্ষার্থীদের অধিকতর প্রশিক্ষণে সাংবাদিকতা শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এসব বিষয়ে ইউনেস্কোর গাইডলাইনের কথা উল্লেখ করে ক্রমবর্ধমান সমস্যা সমাধানে সুফল অর্জনের জন্য তিনি শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানান।

ড. সুসান মারি ভিজ বিদ্বেষমূলক বক্তব্য এবং ভুল তথ্য দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জের সমাধানের মূল চালিকাশক্তি হিসাবে বৈচিত্র্য এবং সহনশীলতার মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এমন একটি পরিবেশ গড়ে তোলার ওপর জোর দেন, যা অন্তর্ভুক্তি এবং সম্মানকে অনুপ্রাণিত করে।

শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে অতিথি বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার নৈতিক মান, জনসাধারণের আস্থা এবং বিভিন্ন সম্প্রদায়ের বিরুদ্ধে ভুল তথ্য, ভুয়া খবর এবং বিদ্বেষমূলক বক্তব্য মোকাবেলায় প্রযুক্তি কোম্পানি এবং জাতিসংঘের সংস্থাগুলোর ভূমিকাসহ অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন।

অধ্যাপক ড. এম ইসমাইল হোসেন বিদ্বেষমূলক বক্তব্য ও ভুল তথ্য মোকাবেলায় মাল্টি স্টেকহোল্ডার পার্টনারশিপ পদ্ধতির গুরুত্ব তুলে ধরেন। তিনি গবেষকদের এই গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর অর্থবহ সমাধান খুঁজতে গণমাধ্যম প্রতিষ্ঠান ও একাডেমিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের স্বাগত জানান এনএসইউর এমএজে প্রোগ্রামের সহকারী অধ্যাপক ড. সামিখশা কৈরালা। এমএজের সহযোগী অধ্যাপক ড. হারিসুর রহমান, এনএসইউর এমএজে প্রোগ্রাম নিয়ে একটি সংক্ষিপ্ত বিবরণ দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. আব্দুর রব খান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন এমএজের শিক্ষক আসিফ বিন আলী।

সাবেক গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন আর নেই - dainik shiksha সাবেক গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন আর নেই ন্যূনতম দুই হাজার টাকা করের বিধান বাতিল চায় সিপিডি - dainik shiksha ন্যূনতম দুই হাজার টাকা করের বিধান বাতিল চায় সিপিডি স্কুল ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেয়া ৬০ শিক্ষার্থী আটক - dainik shiksha স্কুল ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেয়া ৬০ শিক্ষার্থী আটক স্কুল-কলেজ শিক্ষকদের মে মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের মে মাসের এমপিওর চেক ছাড় এসএসসি পরীক্ষা দেয়ার বদলে ছয় ছাত্রী বিয়ের পিঁড়িতে - dainik shiksha এসএসসি পরীক্ষা দেয়ার বদলে ছয় ছাত্রী বিয়ের পিঁড়িতে লিফট কিনতে পাবিপ্রবির প্রতিনিধি দলের তুরস্কে যাওয়া স্থগিত - dainik shiksha লিফট কিনতে পাবিপ্রবির প্রতিনিধি দলের তুরস্কে যাওয়া স্থগিত সর্বজনীন পেনশন চালু হলে টাকা রাখার জায়গা পাব না : অর্থমন্ত্রী - dainik shiksha সর্বজনীন পেনশন চালু হলে টাকা রাখার জায়গা পাব না : অর্থমন্ত্রী please click here to view dainikshiksha website Execution time: 0.0049068927764893