ভুল বই-সিলেবাস বাতিল করতে হবে : চরমোনাই পীর - দৈনিকশিক্ষা

ভুল বই-সিলেবাস বাতিল করতে হবে : চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক |

৯২ ভাগ মুসলমানের চিন্তা-চেতনাবিরোধী সিলেবাসের মাধ্যমে জাতিকে ধর্মহীন ও নাস্তিক্যবাদী জাতি তৈরির চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ‘আমরা শিক্ষা সিলেবাস নিয়ে দীর্ঘদিন ধারাবাহিক আন্দোলন ও প্রতিবাদ করে আসছি। শিক্ষামন্ত্রী দিপু মনি আমাদের আন্দোলনকে মিথ্যা সাব্যস্ত করার চেষ্টা করেছিল। এখন প্রতিবাদের মুখে স্বীকার করতে বাধ্য হচ্ছে।’

আজ শুক্রবার সকালে রাজধানীর কাজী বশির মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের দ্বি-বার্ষিক নগর সম্মেলনে প্রধান অতিথির

বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন—দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। 

সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণের বিগত কমিটি ভেঙে দিয়ে ২০২৩-২৪ সেশনের জন্য মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমকে পুনরায় সভাপতি, মুহাম্মদ আব্দুল আউয়াল মজুমদারকে সহসভাপতি এবং ডা. মুহাম্মদ শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণ কমিটি ঘোষণা করেন মুফতি রেজাউল করিম। পরে তিনি তাদের শপথ বাক্য পাঠ করান।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘বিভিন্ন মহল থেকে প্রধানমন্ত্রীকে বিষয়টি অবহিত করার পর প্রধানমন্ত্রী বলছেন, তিনি তা জানেন না। অথচ প্রধানমন্ত্রী বই বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন। তিনি না জেনে কীভাবে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় উদ্বোধন করলেন? তাহলে কারা এ দেশকে নিয়ন্ত্রণ করছে? কারা শিক্ষা সিলেবাস প্রণয়ন করেছে? এর জবাব কে দেবে?’

চরমোনাই পীর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রীও যদি বিষয়গুলো না জানেন তাহলে এ পদ থেকে তাকে সরে দাঁড়ানো উচিত। শিক্ষার বিষয়ে জড়িতদের কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে।’ ভুলে ভরা বই এবং সিলেবাস বাতিলের দাবি জানান তিনি।

সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণের পুনর্নির্বাচিত সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, ‘সরকার জনগণের ভাত ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এখন আবার ইমান নিয়ে ছিনিমিনি খেলছে। তিনি সরকারকে ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্র থেকে সরে না দাঁড়ালে দেশময় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে - dainik shiksha কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে বিলেত সফরে শিক্ষামন্ত্রী - dainik shiksha বিলেত সফরে শিক্ষামন্ত্রী ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা - dainik shiksha ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন - dainik shiksha সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল - dainik shiksha ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে - dainik shiksha নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.012829065322876