মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে জাতীয় শোক দিবস পালন - Dainikshiksha

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক |

স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিলেট নগরের মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে আলোচনাসভা, কবিতাপাঠ, রচনা প্রতিযোগিতা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (আজ) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. গিয়াস উদ্দিন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রহিমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করে একাদশ শ্রেণির শিক্ষার্থী আবিদা আক্তার, গীতা পাঠ করে একাদশ শেণির শিক্ষার্থী স্বর্ণা দেব। এবং পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান এনামুল হক চৌধুরীর শুভেচ্ছা বক্তৃতার পর আলোচনা সভায় আরও বক্তৃতা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান অধ্যাপক মো. হেনা সিদ্দিকী, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক পার্থসারথি নাগ, রসায়নবিদ্যার অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, বাংলা বিভাগের প্রভাষক মো. আলমগীর হোসেন, বাংলা সম্মান শ্রেণির শিক্ষার্থী মল্লিকা রায় তোড়া প্রমুখ।

সভাপতির বক্তৃতায় কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. গিয়াস উদ্দিন বলেন, যার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না, শোষণমুক্ত সমাজের কথা চিন্তা করা যেত না তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমান। শেখ মুজিববুর রহমান আজীবন মানুষের অধিকার আদায়ের আন্দোলন করে গেছেন। নিজে বছরের পর বছর জেল খেটেছেন এ দেশের মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয়, সাহিত্য-সংস্কৃতির মুক্তির জন্য। কিন্তু বাঙালি জাতি তার যথাযথ মূল্য দিতে পারেনি। পনের আগস্ট কিছু বিপদগামী সৈনিকেরা সপরিবারে হত্যা করে থাকে।  

বক্তারা বলেন, দেশের গণতন্ত্রের জন্য, সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে বঙ্গবন্ধুকে আদর্শ হিসেবে নিতে হবে। শিক্ষার্থীদের মুক্তিযদ্ধের চেতনায় উজ্জ্বীবিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে এবং নতুন প্রজন্ম যাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা পড়ে সে পরামর্শ দেন বক্তারা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় এবং দোয়া পরিচালনা করা হয়।

কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0055270195007324