মকবুল হোসেন কলেজে রবীন্দ্র-নজরুল জয়ন্তী

মকবুল হোসেন কলেজে রবীন্দ্র-নজরুল জয়ন্তী

রাজধানীর আলহাজ্ব মকবুল হোসেন কলেজে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৪ উদযাপন করা হয়েছে। বুধবার (১০ জুলাই) কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।

রাজধানীর আলহাজ্ব মকবুল হোসেন কলেজে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৪ উদযাপন করা হয়েছে। বুধবার (১০ জুলাই) কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য আ ফ ম রেজাউল হাসান। সভাপতিত্ব করেন মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক কাজি মমতাজ শিরিন।

মকবুল হোসেন কলেজে রবীন্দ্র-নজরুল জয়ন্তী

সম্মানিত অতিথি ছিলেন সুনামধন্য রবীন্দ্র ও নজরুল সংগীত শিল্পী শর্মিলা চক্রবর্তী এবং আহমেদ মায়া। 

অনুষ্ঠানের শুরুতে অধ্যক্ষ বিশ্বকবি এবং জাতীয় কবির কালজয়ী জীবনইতিহাস সংক্ষিপ্ত পরিসরে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন। পর্যায়ক্রমে সভাপতি, বিশেষ অতিথি জন্মজয়ন্তী উপলক্ষে প্রাণবন্ত এবং জ্ঞানগর্ভমূলক বক্তব্য দেন। এরপর অধ্যক্ষ এবং সম্মানিত অতিথিদের সম্মাননা স্মারক ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয়।

আলোচনা পর্যায় শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আবৃত্তি, রবীন্দ্র নৃত্য, রবীন্দ্র ও নজরুল গীতিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।