মঙ্গলবারের পর অ্যাডমিট কার্ড পাবেন এইচএসসি পরীক্ষার্থীরা | কলেজ নিউজ

মঙ্গলবারের পর অ্যাডমিট কার্ড পাবেন এইচএসসি পরীক্ষার্থীরা

চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড আগামীকাল মঙ্গলবারের (২৩ নভেম্বর) পর বিতরণ করবে ঢাকা বোর্ডর কলেজগুলো। ইতোমধ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড বোর্ড থেকে বিতরণ করা হয়েছে। আর মঙ্গলবারের সব কলেজকে পরীক্ষার্থীদের প্রবেশপত্র কেন্দ্র থেকে সংগ্র

চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড আগামীকাল মঙ্গলবারের (২৩ নভেম্বর) পর বিতরণ করবে ঢাকা বোর্ডর কলেজগুলো। ইতোমধ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড বোর্ড থেকে বিতরণ করা হয়েছে। আর মঙ্গলবারের সব কলেজকে পরীক্ষার্থীদের প্রবেশপত্র কেন্দ্র থেকে সংগ্রহ করে জরুরিভিত্তিতে পরীক্ষার্থীদের বিতরণ করতে বলেছে বোর্ড।

সোমবার (২২ নভেম্বর) ঢাকা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দিয়েছে ঢাকা বোর্ড। 

বোর্ড বলছে, ২০২১ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র  বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে বিতরণ শেষ হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্র থেকে প্রতিষ্ঠান আগামীকাল ২৩ নভেম্বরের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করে তা জরুরি ভিত্তিতে পরীক্ষার্থীদের দেওয়ার ব্যবস্থা করবেন। 

প্রবেশপত্রে কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনে ২৫ নভেম্বরের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের বোর্ডের উচ্চমাধ্যমিক শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে বলা হয়েছে। প্রবেশপত্র সংশোধনের জন্য পরীক্ষার্থীর নাম, বাবা ও মায়ের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, ভুলের বিবরণ ও সংশোধনের পর যা হবে তা উল্লেখ করে আবেদন করতে হবে প্রতিষ্ঠান প্রধানদের। 

প্রবেশপত্র সংশোধন করানো না হলে পরীক্ষায় এ সংক্রান্ত জটিলতা সৃষ্টি হলে প্রতিষ্ঠান প্রধানরা দায়ী থাকবেন বলেও জানিয়েছে ঢাকা বোর্ড।

মঙ্গলবারের পর অ্যাডমিট কার্ড পাবেন এইচএসসি পরীক্ষার্থীরা

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।