এক ছাত্রীর মাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে রাজধানীর মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে। ওই ছাত্রীর বাবা এ বিষয়ে বন্ধু-পুলিশের কাছে নালিশ দিয়েছেন। অভিযুক্ত বিজ্ঞান বিষয়ের ওই শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ আছে। তিনি মূল স্কুলের দিবা শাখার শিক্ষক।
গতকাল সোমবার বিকেলে তাকে এ বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাস করেছে বলে প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন। তবে, পরে রমেশ চন্দ্রসহ কয়েকজন আওলাদপন্থী শিক্ষক মুচলেকা দিয়ে আপাতত মুক্ত করেছেন বলে জানা যায়।
একজন শিক্ষক দাবি করেন, এক নারী অভিভাবককে যৌন হয়রানির অভিযোগে তার স্বামী ওই শিক্ষকের বিরুদ্ধে পুলিশে মৌখিক নালিশ দিয়েছেন। অভিযোগের পর পুলিশ তাকে স্কুলের সামনে থেকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
তবে, অপর এক শিক্ষক জানিয়েছে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করার পরে তাকে ছেড়ে দেয়া হলেও যৌন হয়রানি না পরকীয়া এটা নিয়ে শিক্ষকদের মধ্যে আলোচনা চলছে।
এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. মুন্সী শরীফ-উজজামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।