২০২৫ শিক্ষাবর্ষে প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত মনপুরা স্কুল ও কলেজে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে।
অভিজ্ঞ ও দক্ষ এক ঝাঁক মেধাবী শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত বাড্ডা থানার সাতারকুল এলাকায় অবস্থিত মনপুরা স্কুল (EIIN:136800)। জাতীয় শিক্ষাক্রম এবং নৈতিক মূল্যবোধের আদলে গড়ে ওঠা "মনপুরা স্কুল" ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়ে আপনার সন্তানের সু-শিক্ষা ও তরবিয়ত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আপনার ছোট্ট সোনামণিদের সমাজের শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর । আমাদের কিছু বৈশিষ্ট্য ও কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরছি :
✅আমাদের শিশুদের সমাজের শ্রেষ্ঠ সন্তান, নৈতিকতা সম্পন্ন মেধাবী ও মননশীল মানুষ হিসেবে গড়ে তোলা আমাদের প্রধান লক্ষ্য।
✅শিক্ষার্থীদের মজবুত ভিত্তি গঠনের জন্য বাংলা মাধ্যম, ইংলিশ ভার্সন দুইটি বিভাগ চালু আছে।
✅ থাকছে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্বারোপ।
✅এক্টিভিটি ভিত্তিক শিক্ষা প্রদান।
✅ইংরেজি, বাংলা ভাষা শিক্ষার বিশেষ ব্যবস্থা এবং সমান গুরুত্বারোপ।
✅নৈতিক ও মানবিক শিক্ষার বিকাশে পৃথক কার্যক্রম পরিচালনা।
✅ সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।
✅ বিদ্যালয় টি স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার দ্বারা পরিচালিত।
✅ বছরব্যাপী একটি সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী পাঠ্যক্রম পরিচালিত।
✅ দর্শনীয় স্থানে শিক্ষা সফরের ব্যবস্থা করা হয়।
"আগামীর শিক্ষা আজকেই" স্লোগান কে বাস্তবায়নের জন্য আপনার সন্তানসহ আমাদের নিজস্ব ক্যাম্পাস পরিদর্শনে আপনাদের জানাই সু-স্বাগতম।
"Admission open 2025"
Office Time: 8:00AM to 3:00PM
Please contact for admission:
Admission office:
Monpura school
383, satarkul road, Badda
Dhaka-1219
Contact number:
+8801926694500(WhatsApp)
[email protected]
https://monpuraschool.edu.bd/