ঝালকাঠিতে ‘সবার জন্য মানসম্মত শিক্ষা’ বাস্তবায়নের লক্ষ্যে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের তিন দিনব্যাপী আঞ্চলিক বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত এ প্রশিক্ষণে ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুর জেলার ১১৮ জন শিক্ষক অংশ নিয়েছেন। ঝালকাঠির জেলা প্রশাসক দেলোয়ার হোসেন মাতুব্বর রোববার (১২ মে) সকালে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যক্ষ বিপুল বিহারী হালদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি ইঞ্জিনিয়ার দিলীপ কুমার হালদার, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু এবং মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক সত্যজিৎ পরামানিক বক্তব্য দেন। এছাড়া হিন্দু ধর্মীয় নেতারাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারী শিক্ষকদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্ব, জাতীয় শিক্ষানীতি, প্রাক-প্রাথমিক শিক্ষা, শ্রেণি ব্যবস্থাপনা, পাঠদান কৌশল, ধর্মীয় ও নৈতিকতা শিক্ষা, গীতা শিক্ষা কার্যক্রম, শিশু মনোবিজ্ঞান, শিশুক্রম বিকাশ, শিশুর মানসিক বিকাশ এবং মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেয়া হবে।