মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড | বিবিধ নিউজ

মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাকে হত্যা করায় ছেলেকে (৩৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে ছেলে মন্তাজুল আলমের ফাঁসির আদেশ দেন কুড়িগ্রামের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান। দ্বিতীয় বিবাহে সম্মতি না দেয়ায় মা মেহেরজান ওরফে মিনুকে (৫৮) হত্যা করেছিলেন তিনি। মিনু রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের পান্থাব

মাকে হত্যা করায় ছেলেকে (৩৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে ছেলে মন্তাজুল আলমের ফাঁসির আদেশ দেন কুড়িগ্রামের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান।

মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

দ্বিতীয় বিবাহে সম্মতি না দেয়ায় মা মেহেরজান ওরফে মিনুকে (৫৮) হত্যা করেছিলেন তিনি। মিনু রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের পান্থাবাড়ি গ্রামের বাসিন্দা সোলায়মান আলীর স্ত্রী। 

মন্তাজুল আলম বেকার ও মাদকাসক্ত থাকায় তার প্রথম স্ত্রী সংসার না করেই তালাক দিয়ে চলে যায়। গতবছর মার্চ মাসে সে দ্বিতীয় বিয়ে করার জন্য তার মা মেহেরজান ওরফে মিনুকে জানায়। ছেলের দ্বিতীয় বিয়েতে সম্মতি না দেয়ায় ঘরের মধ্যে নামাজরত অবস্থায় মন্তাজুল আলম তার মাকে কুঁড়াল দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করে। এ ঘটনা নিহতের স্বামী ও আসামির বাবা সোলায়মান আলী বাদী হয়ে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আজ ছেলে মন্তাজুল আলমের ফাঁসির আদেশ দেয়া হল।

রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন এবং আসামী পক্ষে আইনজীবী অ্যাডভোকেট এরশাদুল হক চৌধুরী শাহিন মামলা পরিচালনা করেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব (লিংক যাবে) করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।