মাদকের আখড়া বিএম কলেজের তিন হল, মজুদ ধারালো অস্ত্রও - দৈনিকশিক্ষা

মাদকের আখড়া বিএম কলেজের তিন হল, মজুদ ধারালো অস্ত্রও

বরিশাল প্রতিনিধি |

বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) কলেজের তিনটি হলে মাদকের ছড়াছড়ি। এসব হলে বহিরাগত মাদক ব্যবসায়ীদের আনাগোনায় অতিষ্ঠ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, কলেজ প্রশাসনের নজরদারি না থাকায় এ সমস্যা তীব্র হয়েছে। এছাড়া হলগুলোর কয়েকটি কক্ষে দেশীয় ধারালো অস্ত্র মজুদ রয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, বিএম কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক হল, জীবনানন্দ দাশ হল ও অশ্বিনী কুমার হলে কয়েকজন কথিত ছাত্রনেতাদের ছত্রছায়ায় মাদক ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। মাদকসেবীদের আড্ডাও বেশি এ তিন হলে। এদের কিছু বললেই মারধর ও হয়রানির শিকার হতে হয়।

 

ইতোমধ্যে কলেজ প্রশাসন নানা সতর্কবাণী, নোটিশ ও কয়েকটি কক্ষ সিলগালা করলেও তা কোনো কাজে আসেনি। শিক্ষার্থীরা বলছেন, অদৃশ্য কারণে প্রশাসন কঠোর কোনো পদক্ষেপ নিতে পারছে না।

কলেজের একজন সাবেক ছাত্র বলেন, ‘শুনেছি ইয়াবা ও গাঁজার ব্যবসা এ কলেজে খুবই জমজমাট। কলেজ কর্তৃপক্ষের উদাসীনতায় এ সমস্যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীরা এসে ঐতিহ্যবাহী এ কলেজে মাদক ব্যবসা করে থাকে। হয়তো পুলিশও বিষয়টি জানে’।

কলেজের এক শিক্ষক বলেন, মাদক সমস্যা তো রয়েছেই, পাশাপাশি রয়েছে দেশীয় ধারালো অস্ত্র মজুদের বিষয়টিও। ইদানীং ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও মারামারির পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক হলের এক ছাত্র বলেন, এ ছাত্রাবাসের নিচতলা এবং দ্বিতীয় তলার দুটি কক্ষে দেশীয় ধারালো অস্ত্র রয়েছে শুনেছি। তাছাড়া পাইপ ও রড রয়েছে এখানে। জীবনানন্দ দাশ হল ও অশ্বিনী কুমার ছাত্রাবাসেও কয়েকটি কক্ষে দেশীয় অস্ত্র রয়েছে। কোনো ঝামেলা বাধলেই শক্তি প্রদর্শনে এ ধারালো অস্ত্র নিয়ে মহড়া দেয়া হয়।

এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার বলেন, ‘তিনটি আবাসিক হলে মাদক সমস্যা রয়েছে সেটা ঠিক। তবে আগের চেয়ে অনেকটা কমেছে। কেননা আমরা নিয়মিত হলগুলোতে যাচ্ছি। তদারকি করছি। আর বহিরাগত প্রবেশ বন্ধে আমরা কাজ করছি। এখন চাইলেই কলেজে বহিরাগত কেউ প্রবেশ করতে পারবে না’।

ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি - dainik shiksha ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ - dainik shiksha শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ অষ্টম পর্যন্ত অবৈতনিক শিক্ষায় সরকারকে সহযোগিতা করবে ইউএনএফপিএ - dainik shiksha অষ্টম পর্যন্ত অবৈতনিক শিক্ষায় সরকারকে সহযোগিতা করবে ইউএনএফপিএ ইসরায়েলকে বোমা পাঠানো বন্ধ রাখছে যুক্তরাষ্ট্র - dainik shiksha ইসরায়েলকে বোমা পাঠানো বন্ধ রাখছে যুক্তরাষ্ট্র ভুইফোঁড় শিক্ষক সমিতি নেতাদের এমপিও বাতিল হতে পারে - dainik shiksha ভুইফোঁড় শিক্ষক সমিতি নেতাদের এমপিও বাতিল হতে পারে শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ - dainik shiksha শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ ঢাকা শিক্ষা বোর্ডের জাপান টিকিট ৩০ লাখ! - dainik shiksha ঢাকা শিক্ষা বোর্ডের জাপান টিকিট ৩০ লাখ! জাল সনদধারী শিক্ষকের এমপিও বাতিল - dainik shiksha জাল সনদধারী শিক্ষকের এমপিও বাতিল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.012423992156982