মাদরাসাছাত্রীকে ৩ দিন আটকে রেখে ধর্ষণ, গ্রেফতার ৪ - দৈনিকশিক্ষা

মাদরাসাছাত্রীকে ৩ দিন আটকে রেখে ধর্ষণ, গ্রেফতার ৪

গাজীপুর প্রতিনিধি |

প্রেমিকের সঙ্গে দেখা করতে মাদরাসাছাত্রীটি যখন কুমিল্লার নাঙ্গলকোট থেকে গাজীপুরের টঙ্গীতে এসে পৌঁছে তখন রাত ১টা। এর পরই কয়েক যুবক তাকে টেনেহিঁচড়ে নিয়ে ওমর ফারুক নামের এক ব্যক্তির হাতে তুলে দেন। ওমর মেয়েটির প্রেমিককে ডেকে এনে পিটিয়ে টাকা আদায় করলেও মেয়েটিকে ছাড়েননি। বরং মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে বন্ধু হকার মো. আলমের বাসায় নিয়ে রাখেন। সেখানে আলম মেয়েটিকে ধর্ষণ করেন। পরদিন সকালে উদ্ধারের কথা বলে অসুস্থ মেয়েটিকে নিজ বাসায় নিয়ে দুই দিন আটকে রেখে ধর্ষণ করেন ওমর। গুরুতর অসুস্থ হয়ে পড়লে মেয়েটিকে গত মঙ্গলবার সকালে রাস্তায় ফেলে পালিয়ে যান ওমর। স্থানীয় লোকজন তাকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে।

লোমহর্ষক ঘটনাটি ঘটেছে টঙ্গী পূর্ব থানা এলাকায়। পুলিশ মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ধর্ষণ ও এতে সহযোগিতার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন ধর্ষণে অভিযুক্ত মাছিমপুরের মো. আলম (৩৪), ধর্ষণে সহায়তাকারী মাহিন আহম্মদ (২০), আলমের মামি হোসনা আক্তার (৩২) ও মেয়েটির প্রেমিক মাঈন উদ্দিন (২২)।

স্থানীয়ভাবে জানা গেছে, মো. আলম টঙ্গীর স্টেশন রোডে ফুটপাতে হকারি করেন। হকারদের নেতাও তিনি। ওমর ফারুক বখাটে সন্ত্রাসী। অপকর্মের কারণে পরিবার তাঁকে ত্যাজ্য করেছে। আর মাহিন গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

ছাত্রীটির (১৫) সঙ্গে মোবাইল ফোনে পরিচয় থেকে প্রেম হয় মাঈন উদ্দিনের। এ সূত্রে মাঈনের সঙ্গে দেখা করতে মঙ্গলবার টঙ্গী এসেছিল সে।

পুলিশ জানায়, মাঈনকে ছাত্রীটি আগে দেখেনি। মাঈন টঙ্গীতে একটি বেকারিতে কাজ করেন। পরিবারকে সহায়তা করতে চাকরির জন্য মাঈনের সাহায্য চায় ছাত্রীটি। গত শনিবার মাঈনের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে রওনা দেয় সে। পথে যানজটের কারণে টঙ্গী পৌঁছতে রাত ১টা বেজে যায়। মধুমিতা সড়কে নেমে মাঈনের জন্য অপেক্ষা করার সময় কয়েক যুবক তাকে টেনেহিঁচড়ে গলিতে নিয়ে ওমরের হাতে তুলে দেন। ওমর মোবাইল ফোনে মাঈনকে ডেকে আনেন এবং মেয়েটিকে উদ্ধারের জন্য ১০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় মাঈনকে বেধড়ক পেটানও। পরে মাঈন পাঁচ হাজার টাকা জোগাড় করে এনে দিলেও ওমর মেয়েটিকে ছাড়েননি। ওমর ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে আলমের মাছিমপুরের বাসায় নিয়ে যান। সেখানে খালি বাসায় তাঁর মামির সহায়তায় আলম মেয়েটিকে ধর্ষণ করেন। রবিবার সকালে সেখানে যান ওমর। তখন অসুস্থ মেয়েটিকে উদ্ধারের কথা বলে তাঁর সঙ্গে যেতে বলেন ওমর। সে খুব ক্ষুধার্ত ও পিপাসার্ত ছিল। পানি খাওয়ার পর তার আর কিছু মনে নেই। পরে চোখ মেলে দেখে, সে পুবাইল এলাকায় ওমরের ঘরে। ওমর তাকে দুই রাত আটকে রেখে ধর্ষণ করেন। উঠে বসার শক্তি ছিল না তার। রক্তপাত হচ্ছিল। মঙ্গলবার সকালে মেয়েটিকে রাস্তায় ফেলে পালিয়ে যান ওমর। স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে ও মাঈনকে মোবাইল ফোনে কল দিয়ে ডেকে আনে। রাত ৮টার দিকে মেয়েটিকে টঙ্গী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা খারাপ থাকায় চিকিৎসকরা মেয়েটিকে শহীদ তাজউদ্দীন হাসপাতালে পাঠিয়ে দেন। খবর পেয়ে পুলিশ মাঈনকে আটক করে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলমত পাওয়া গেছে। মেয়েটি খুবই অসুস্থ। সে স্বাভাবিকভাবে বসতে, এমনকি ঠিকমতো কথাও বলতে পারছে না।

টঙ্গী থানার ওসি কামাল হোসেন জানান, এটি একটি জঘন্য পাশবিক ঘটনা। মেয়েটির প্রেমিকের দেয়া তথ্যের ভিত্তিতে আলম ও সহায়তাকারী অন্যদের আটক করা হয়। পালিয়ে যাওয়ায় ওমরকে গ্রেফতার করা যায়নি। তাঁকে গ্রেফতারের চেষ্টা চলছে। মেয়েটির পরিবারকে রাতেই খবর দেয়া হয়। গতকাল সকালে মেয়ের মা পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। জড়িত অন্যদের পরিচয় জানতে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। ছাত্রীকে হাসপাতালে পুলিশের প্রহরায় রাখা হয়েছে।

স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের - dainik shiksha স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ - dainik shiksha ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত - dainik shiksha টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0030078887939453